কলকাতা ডার্বিতে (Kolkata Derby) ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবার সহজ জয় মোহনবাগান সুপারজায়ান্টসের। সম্পূর্ণ সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ৩-১ গোল। আজ সবুজ-মেরুন জার্সিতে গোল তুলে নেন যথাক্রমে জেসন কামিন্স, লিস্টন কোলাসো এবং দিমিত্রি পেত্রাতোস। অন্যদিকে, ইস্টবেঙ্গলের হয়ে একটি মাত্র গোল করে ব্যবধান কমান স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো।
এই জয়ের দরুণ আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসল কলকাতা ময়দানের এই প্রধান। অপরদিকে, টানা ম্যাচ হারার রেকর্ড ধরে রাখল পড়শি ক্লাব। তবে এখনো পর্যন্ত সুপার সিক্সে যাওয়ার সুযোগ রয়েছে তাদের কাছে। তবে লাল-হলুদের এমন পারফরম্যান্স থাকলে আদৌ পরবর্তীতে তা কতটা কাজে লাগানো যাবে এখন সেটাই দেখার বিষয়।
উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই টানটান উত্তেজনায় ভরপুর ছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। প্রথমদিকেই প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণ চালিয়ে পেনাল্টি হাতিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা। কিন্তু তা কাজে লাগানো সম্ভব হয়নি এই ফুটবলারের পক্ষে। আত্মবিশ্বাসের ভরপুর থেকে পেনাল্টি শট নিলেও তা অনায়াসেই আটকে দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ।
তারপর থেকে ঘন ঘন আক্রমণ মেরিনার্সদের। যা সামাল দিতে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দেয় কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। ম্যাচের ২৭ মিনিটের মাথায় বল লাল-হলুদের রক্ষণভাগ ভেদ করে গোল লাইনে আসলে তা কোনরকমে ঠেকিয়ে দিয়েছিলেন প্রভসুখান। কিন্তু শেষ রক্ষা হয়নি। সুযোগ বুঝে বল জালে জড়িয়ে দেন অজি বিশ্বকাপার জেসান কামিন্স। তাই অনায়াসে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
কিন্তু সেখানেই শেষ নয়। ৩৬ মিনিটের মাথায় ফের আক্রমণ এবার গোল তুলে নিলেন ভারতীয় তারকা লিস্টন কোলাসো। তারপর যত সময়ে এগিয়েছে বাগান আক্রমণে কার্যত কেঁপে কেঁপে উঠেছে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ। প্রথমার্ধের শেষের দিকেই পেনাল্টি আদায় করে নেয় মোহনবাগান। এবার গোল করলেন দিমিত্রি পেত্রাতোস। পূর্বে দুটি গোলের ক্ষেত্রেই তার ভূমিকা ছিল সর্বাধিক।
শেষ হাসি 😄💚♥️
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/07eYqflvaz
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 10, 2024
তবে দ্বিতীয়ার্ধ থেকেই দুরন্ত ছন্দে ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল ৫৩ মিনিটের মাথায় সাউল ক্রেসপোর করা গোল প্রতিপক্ষ দলকে কিছুটা চাপে ফেলে দিলেও ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি মহেশদের। তাই মরশুমের শেষ ডার্বিতে খালি হাতেই মাঠ ছাড়তে হলো মশাল ব্রিগেডকে।