শেষমুহূর্তে সিদ্ধান্ত বদল, বাতিল কলকাতা ডার্বি

আগামী রবিবার কলকাতা ডার্বি (Kolkata Derby Cancelled) ম্যাচ আয়োজন করা হচ্ছে না। জানা গিয়েছে, অপর্যাপ্ত পুলিশবাহিনীর কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কবে এই ডার্বি…

Kolkata Derby Cancelled

আগামী রবিবার কলকাতা ডার্বি (Kolkata Derby Cancelled) ম্যাচ আয়োজন করা হচ্ছে না। জানা গিয়েছে, অপর্যাপ্ত পুলিশবাহিনীর কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কবে এই ডার্বি ম্য়াচ আয়োজন করা হবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে খবরটি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা হতাশায় ভেঙে পড়েছেন। তবে দুটো দলের মধ্যেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে।

ডার্বিতে এগিয়ে কে? ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ‘হুঙ্কার’ দেবাশিসের

   

রবিবাসরীয় ডার্বিতেও যে আরজি কর কাণ্ডের ছায়া পড়তে পারে, তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা করা হচ্ছিল। এমনকী, দুই দলের সমর্থকরাও জানিয়েছিলেন যে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর প্রতিবাদে তাঁরা এই ম্যাচে বিক্ষোভের টিফো নিয়ে মাঠে ঢুকবেন। কিন্তু, শেষপর্যন্ত বিধাননগর পুলিশ কমিশনারেট এমন উত্তপ্ত পরিবেশে ম্যাচ আয়োজনের দায়িত্ব গ্রহণ করতে চাইল না। তাঁদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করার জন্য যে সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা প্রয়োজন, সেটা আপাতত তাঁদের হাতে নেই। এই মর্মে শনিবার (১৭ অগস্ট) লালবাজারে একটি বৈঠকের আয়োজন করা হয়। আর সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে রবিবার কলকাতা ডার্বি ম্য়াচ বাতিল করা হবে।

আনোয়ারের অভাব ভোগাতে পারে মোহনবাগানকে? চিন্তার ভাঁজ মলিনার কপালে

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মরশুমের প্রথম ডার্বি ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যেই যথেষ্ট উৎসাহ ছিল। গত ডুরান্ড মরশুমে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু’বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। গ্রুপ পর্বের ম্যাচে নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গল জয়লাভ করলেও, ফাইনাল ম্যাচে সেই মোহনবাগানের কাছেই হেরে ট্রফি হাতছাড়া করেছিল তারা। এই পরিস্থিতিতে রবিবার প্রতিশোধের ডার্বিতে লাল-হলুদ ব্রিগেড যে একেবারে ছেড়ে কথা বলবে না, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।