ডার্বি বিক্ষোভে অনুপস্থিত দেবব্রত-দেবাশিস, ‘নিখোঁজ’ কটাক্ষ ফুটবল সমর্থকদের

গত রবিবার (১৮ অগস্ট) মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Kolkata Derby 2024) ডার্বি ম্যাচ আয়োজন করা হয়নি। এই ম্যাচ বাতিলের প্রতিবাদে শহর কলকাতার প্রায় লাখখানেক ফুটবল সমর্থক…

Kolkata Derby

গত রবিবার (১৮ অগস্ট) মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Kolkata Derby 2024) ডার্বি ম্যাচ আয়োজন করা হয়নি। এই ম্যাচ বাতিলের প্রতিবাদে শহর কলকাতার প্রায় লাখখানেক ফুটবল সমর্থক রাস্তায় নেমেছিলেন। কিন্তু, এই দুই ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং দেবাশিস দত্তকে দেখতে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। হচ্ছে জলঘোলাও।

   

বদল হোক ‘ভুতুড়ে স্ট্যাচু’র, মোহন-ইস্ট ভ্রাতৃত্বই দেবে অনুপ্রেরণা! দাবি বাংলার ফুটবল সমর্থকদের

সোমবার বিয়ন্ড গেমস অরিজিনাল নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে দেবব্রত সরকার এবং দেবাশিস ঘোষকে। সঙ্গে লেখা রয়েছে, ‘গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুই ব্যক্তিকে যদি কেউ দেখে থাকেন, অবিলম্বে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে যোগাযোগ করুন।’ পাশাপাশি ছবির ক্যাপশনে ‘সন্ধান চাই’ লেখা রয়েছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবারের ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়া হলেও মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দুটো দলই কোয়ার্টার ফাইনাল রাউন্ড কনফার্ম করে ফেলেছে। চলতি ডুরান্ড কাপের প্রথম দুটো ম্যাচে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল অপরাজিত থেকেছে। দুটো দলের ঝুলিতেই সাত পয়েন্ট করে থাকলেও, গোল পার্থক্যে মোহনবাগান আপাতত শীর্ষে রয়েছে।

প্রসঙ্গত, চলতি ডুরান্ড কাপের গ্রুপ এ পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি’র মুখোমুখি লড়াইয়ের কথা ছিল। কিন্তু, শনিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তারা এই ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবেন না। সেকারণে মরশুমের প্রথম ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়া হয়।