HomeSports Newsইস্টবেঙ্গলের AFC প্রতিপক্ষ শেষ পাঁচ ম্যাচে দিয়েছে ১৮ গোল

ইস্টবেঙ্গলের AFC প্রতিপক্ষ শেষ পাঁচ ম্যাচে দিয়েছে ১৮ গোল

- Advertisement -

এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এশিয়ান টুর্নামেন্টের ম্যাচ নামার আগে দুরন্ত ছন্দে রয়েছে লাল হলুদ ব্রিগেড। তেমনই ভাল ফর্মে রয়েছে ইস্টবেঙ্গলের এএফসি প্রতিপক্ষ।

ব্রোঞ্জ জিতে দেশে ফিরল টিম ইন্ডিয়া, উচ্ছ্বাসের জোয়ার সমর্থকদের! দেখুন ভিডিয়ো

   

আগামী ১৪ অগস্ট ইস্টবেঙ্গল বনাম আলটিন আসিয়ার (Altyn Asyr) ম্যাচ। হাতে এখনো দিন কয়েক সময় রয়েছে। তার আগে জেনে নিন নেওয়া যাক লাল হলুদের এই প্রতিপক্ষ সম্পর্কে। তুর্কমেনিস্তানের এই ফুটবল ক্লাবটি শেষ পাঁচ ম্যাচে ১৮ গোল করেছে।

তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আলটিন আসিয়ার সম্প্রতি সময়ে একাধিক ম্যাচ জিতেছে বড় ব্যবধানে। শেষবার তারা পরাজিত হয়েছিল ১ মে। এরপর টানা ছয় ম্যাচ অপরাজিত। জিতেছে পাঁচটি ম্যাচ, একটিতে ড্র।

মোহনবাগানের জয়ে উচ্ছ্বসিত, সবুজ-মেরুন সমর্থকদের ধন্যবাদ রডরিগসের

দেখে নেওয়া যাক আলটিন আসিয়ার শেষ ৬ ম্যাচের ফলাফল-

  • ২৫ মে, আলটিন আসিয়ার ৫-২ মেরু (Merw FK)
  • ২২ মে, আলটিন আসিয়ার ৬-০ এনার্জেটিক মেরি (FC Energetik Mary)
  • ১৮ মে, আলটিন আসিয়ার ১-০ কপেডাগ (FK Köpetdag Aşgabat)
  • ১৫ মে, আলটিন আসিয়ার ৪-১ আসগাবাত (FC Aşgabat)
  • ১১ মে, আলটিন আসিয়ার ২-২ আহাল (Ahal FK)
  • ৮ মে, আলটিন আসিয়ার ৫-০ বলকান (Balkan)

Joseba Beitia: আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাবে যোগ দিলেন বেইতিয়া

আগামী বুধবার আলটিন আসিয়ার-এর বিরুদ্ধে খেলতে চলছে ইস্টবেঙ্গল। ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া। বিভিন্ন দামের টিকিট রয়েছে। সবথেমে কম মূল্যের টিকিটের দাম ৫০ টাকা। এছাড়া রয়েছে ২০০ টাকা, ২৫০ টাকা, ৩০০ টাকা, ৫০০ টাকা ও ৭৫০ টাকা দামের টিকিট।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular