এএফসি এশিয়ান কাপের (Asian Cup 2023) কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার রাতে এডুকেশন সিটি স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে সৌদি আরবকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। প্রতিযোগিতায় আরও একটা উত্তেজক ম্যাচ। জোড়া পেনাল্টি বাঁচিয়ে নায়ক গোলকিপার।
১২০ মিনিট শেষে ১-১ গোলে সমতায় থাকার পর দক্ষিণ কোরিয়ার হয়ে নায়ক বনে যান গোলরক্ষক জো হিওন-উ। সৌদির তৃতীয় ও চতুর্থ পেনাল্টি বাঁচিয়েছেন তিনি।
🎥 HIGHLIGHTS | 🇸🇦 Saudi Arabia 1️⃣-1️⃣ Korea Republic 🇰🇷 (2-4 on pens)
A heroic display from the goalkeeper catapult Korea Republic into the Last 8️⃣!
Match Report 🔗 https://t.co/MV6OOgwPq3#AsianCup2023 | #HayyaAsia | #KSAvKOR pic.twitter.com/d4bt47Hq4g
— #AsianCup2023 (@afcasiancup) January 30, 2024
প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ফরোয়ার্ড হোয়াং হি-চ্যানের জয়সূচক পেনাল্টি থেকে গোল করে শেষ আটে পৌঁছে গিয়েছে দক্ষিণ করিয়া। এর আগে মঙ্গলবার রাউন্ড অব সিক্সটিনের আরেক ম্যাচে উজবেকিস্তান ২-১ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে।
উজবেকিস্তান সুপার লীগে পাখতকোর ক্লাবের উইঙ্গার আজিজবেক তুরগুনবোয়েভ এবং সিএসকেএ মস্কোর আব্বোসবেক ফাইজুল্লায়েভ প্রতিটি অর্ধে গোল করে পঞ্চম এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জাতীয় দলের জায়গা নিশ্চিত করেন। পরের রাউন্ডে উজবেকিস্তানের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কাতার। ২৪ দলের এশিয়া কাপ শুরু হয়েছে ১২ জানুয়ারি, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
🎥 HIGHLIGHTS | 🇺🇿 Uzbekistan 2️⃣-1️⃣ Thailand 🇹🇭
🐺 The White Wolves book a spot in the Quarter-Finals thanks to a pair of spectacular strikes!
Match Report 🔗 https://t.co/pL8I4fOBeS#AsianCup2023 | #HayyaAsia | #UZBvTHA pic.twitter.com/5Am4X63ggn
— #AsianCup2023 (@afcasiancup) January 30, 2024