IPL 2024: কলকাতা জিততেই আইপিএল পয়েন্ট টেবিলে হল অনেক বদল

বুধবার আইপিএল ২০২৪-এর (IPL 2024) ১৬তম ম্যাচটি দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হয়েছিল। ১০৬ রানে ম্যাচ জিতে নেয় কেকেআর। আইপিএল ২০২৪-এ এটি…

KKR's Victory Shuffles IPL 2024

বুধবার আইপিএল ২০২৪-এর (IPL 2024) ১৬তম ম্যাচটি দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হয়েছিল। ১০৬ রানে ম্যাচ জিতে নেয় কেকেআর। আইপিএল ২০২৪-এ এটি কেকেআরের টানা তৃতীয় জয়। এই টুর্নামেন্টে এটি দিল্লির তৃতীয় পরাজয়। এদিনের জয়ের সুবাদে কেকেআর পয়েন্ট টেবিলে অনেকটাই এগিয়ে গেলেও দিল্লি ক্যাপিটালসের বড় ক্ষতি হয়েছে।

আইপিএল ২০২৪-এ এটি কেকেআরের তৃতীয় ম্যাচ হলেও, এটি দিল্লির চতুর্থ ম্যাচ ছিল। এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল কেকেআর, সপ্তম স্থানে ছিল দিল্লি। ষোড়শ ম্যাচে কেকেআরের জয়ের পর পয়েন্ট টেবিলে কিছুটা পরিবর্তন এসেছে। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স । এর আগে এক নম্বরে ছিল রাজস্থান রয়্যালস।

অন্যদিকে এই ম্যাচে হারের পর সপ্তম স্থান থেকে নেমে নবম স্থানে এসেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি দল এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নিচে অবস্থান করছে। আগে আরসিবি নবম স্থানে থাকলেও এখন অষ্টম স্থানে উঠে এসেছে।

ভিডিসিএ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ব্যাটে ঝড় তুলেছিলেন সুনীল নারিন। ৩৯ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। মারলেন ৭ টি চার ও ৭ টি ছয়। ৪.৩ ওভারে ফিল সল্ট (১৮) যখন আউট হলেন তখনই দলের স্কোর ৬০। নারিনকে সঙ্গত দিলেন ১৮ বছর বয়সী অংকৃষ রঘুবংশী। ২০০ স্ট্রাইক রেটে ২৭ বলেন ৫৪ রান করে আউট হলেন তিনি। আন্দ্রে রাসেল করলেন ১৯ বলে ৪১ রান। রিঙ্কু সিং এর নামের পাশে ৮ বলে ২৬ রান। কলকাতা নাইট রাইডার্স ২৭২/৭। দিল্লির বোলাররা যে প্রচুর রান দিয়েছেন সেটা নাইটদের মোট রান থেকেই স্পষ্ট।

চাপের মুখে দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডার উইকেট হারাতে থাকে দ্রুত গতিতে। ৩৩ রানে ৪ উইকেটের পতন। রুখে দাঁড়ালেন অধিনায়ক ঋষভ করে ও ক্রিস্টন স্টাবস। এই দুই ব্যাটার উইকেটে যতক্ষণ রইলেন ততক্ষণ লড়াই চালাল দিল্লি। এবার বল হাতে চমক দিলেন বরুণ চক্রবর্তী। পরপর ফেরালেন ঋষভ ও স্টাবসকে। বরুণ এদিন নিলেন ৩ উইকেট। বৈভব অরোরাও তিন উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ১০৬ রানে থামে দিল্লি ক্যাপিটালসের ইনিংস। দ্বিতীয় ইনিংস দীর্ঘায়িত হল ১৭.২ ওভার পর্যন্ত। কেকেআর ম্যাচ জিতল ১০৬ রানে।