নিলামে এই তিন ক্রিকেটারের জন্য টাকা ঝুলি খুলতে পারে শাহরুখের দল!

kkr-target-3-bowlers-for-ipl-2026-mini-auction

আইপিএল রিটেনশন পর্ব শেষ হতেই এখন নজর আসন্ন মিনি নিলামের (IPL 2026) দিকে। এবারের নিলামে সবচেয়ে বেশি পার্স মানি হাতে নিয়ে নামছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত মরসুমের হতাশাজনক ব্যর্থতার পরে নতুন মরশুমে দলকে আরও শক্তিশালী করতে আগেভাগেই কয়েকজন বোলারকে টার্গেটে রেখেছে ফ্র্যাঞ্চাইজি।

ইবুসুকিকে রেখেই সুপার কাপ ফাইনালে নামছে ইস্টবেঙ্গল, নজরে একাদশ

২০২৫ মরশুম নাইট শিবিরের জন্য ছিল এক কথায় দুঃস্বপ্ন। অজিঙ্কা রাহানের অধিনায়কত্বে বেশ কিছু সহজ ম্যাচ হাতছাড়া করে লিগ টেবিলের অষ্টম স্থানে শেষ করেছিল দল। তিন বারের চ্যাম্পিয়ন হয়েও এমন ব্যর্থতা মেনে নেওয়া কঠিন। তাই নতুন করে দল গড়তে বোলিং বিভাগে বিশেষ নজর দিয়েছে ম্যানেজমেন্ট।

   

১. মাথিশা পাথিরানা-CSK থেকে বাদ পড়ে এখন KKR রাডারে

সূত্রের খবর, লঙ্কান পেস সেনসেশন মাথিশা পাথিরানাকে দলে নিতে আগ্রহী KKR। CSK রিটেন না করায় নিলামে এই তরুণ ইয়র্কার-স্পেশালিস্টকে পেতে বড় অঙ্ক খরচ করতেও প্রস্তুত বলে মনে করা হচ্ছে। ডেথ ওভারে তার বৈচিত্র্য ও গতি নতুন মাত্রা যোগ করতে পারে নাইটদের পেস আক্রমণে।

২. রবি বিষ্ণোই—মিডল ওভারের ‘উইকেট-হান্টার’কে চাই কলকাতা

সঞ্জীব গোয়েঙ্কার দলের রিটেনশন তালিকা থেকে বাদ পড়ার পর ভারতের অন্যতম সেরা তরুণ স্পিনার রবি বিষ্ণোইকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে KKR। মিডল ওভারে ধারাবাহিক উইকেট নেওয়ার ক্ষমতা ও গুগলি-ভিত্তিক ভ্যারিয়েশন তাকে করে তুলেছে নিলামের অন্যতম হট কেক। নাইটরা তাকে স্পিন বিভাগের নেতৃত্ব দেওয়ার ভাবনাও ভাবতে পারে।

৩. রিস টপলি—স্পেনসার জনসনের জায়গায় বাঁহাতি পেসার?

১৫ নভেম্বর রিটেনশন তালিকা ঘোষণার দিনই স্পেনসার জনসনকে ছেড়ে দেয় KKR। সেই জায়গা পূরণ করতে একজন দক্ষ বাঁহাতি পেসারের খোঁজে রয়েছে দল। ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার রিস টপলি সেই তালিকার শীর্ষে। ইনজুরি ঝুঁকি থাকলেও তার বাউন্স, সুইং ও ডেথ বোলিং দক্ষতা KKR-এর কম্বিনেশনে ভারসাম্য আনতে পারে।

মিনি নিলামের আগে তিন বোলার—মাথিশা পাথিরানা, রবি বিষ্ণোই ও রিস টপলিকে ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। গত মরশুমে ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে শক্তিশালী দল গড়তে চাইছে শাহরুখ-জুহির ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার বিষয় নিলামের দিনে শেষমেশ কারা পরে বেগুনি-সোনালী জার্সি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন