নিলামে রাসেলকে রাখছে না কেকেআর ? ‘বড়’ সিদ্ধান্ত নিলেন কর্মকর্তারা

গৌতম গম্ভীর নেই। অভিষেক নায়ারকে পাওয়া যাবে কিনা জানা নেই। এছাড়াও গতবারে দলকে ‘চ্যাম্পিয়ন’ করে তোলা রায়ান টেন দুশখাতেও শেষমেশ সরে দাঁড়িয়েছেন ম্যানেজমেন্ট থেকে। তাই…

KKR Reportedly Set to Release Andre Russell Despite Strong 2024 IPL Performance

গৌতম গম্ভীর নেই। অভিষেক নায়ারকে পাওয়া যাবে কিনা জানা নেই। এছাড়াও গতবারে দলকে ‘চ্যাম্পিয়ন’ করে তোলা রায়ান টেন দুশখাতেও শেষমেশ সরে দাঁড়িয়েছেন ম্যানেজমেন্ট থেকে। তাই ‘সর্বহারা’ দলকে বিজয়রথে তুলতে ডোয়েন ব্রাভোকে দায়িত্বে নিয়ে এসে শোরগোল ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বোধহয় সুখের সময় বেশিদিন স্থায়ী হচ্ছে না শাহরুখ খানের দলের। বিসিসিআইয়ের নির্ধারিত নিয়মের বেড়াজালে পরে এবারে আন্দ্রে রাসেলকে ছাড়ার পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন কেকেআর কর্মকর্তারা (Andre Russell IPL 2025 KKR)।

আইপিএল ২০২৪-এ শেষপর্যন্ত নিজেদের অনবদ্য পারফরম্যান্স ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দলের এই সাফল্যে বড় অবদান রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলও (Andre Russell)। ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই অসাধারণ পারফর্ম করা রাসেল ২০১৪ সাল থেকে KKR-র সঙ্গে যুক্ত রয়েছেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আইপিএল ২০২৫-এ রাসেল এবং কলকাতা নাইট রাইডার্সের এই দীর্ঘ সম্পর্ক শেষ হতে পারে।

   

গতকাল প্রকাশিত রেভস্পোর্টজ-এর রিপোর্ট অনুযায়ী, আন্দ্রে রাসেলকে আইপিএল ২০২৫-এর জন্য রিটেন করা নাও হতে পারে। যদিও এখনো পর্যন্ত এই সিদ্ধান্তের বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি কেকেআর কর্তৃপক্ষের তরফ থেকে, তবে এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করতে পারে। আইপিএল ২০২৪-এ রাসেল ৯ ইনিংসে ৩১.৭১ গড় এবং ১৮৫.০০ স্ট্রাইক রেট নিয়ে ২২২ রান করেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৬৪* রান। পাশাপাশি, ১৪ ম্যাচে বোলিং করে ১৫.৫২ গড়ে ১৯ উইকেট সংগ্রহ করেন।

৬৪ বছরের অবসান ঘটিয়ে প্রেমিকাকে খেতাব উৎসর্গ করেলন রদ্রি

এছাড়াও কলকাতার তিনটি খেতাব জেতার পিছনেও বড় হাত রয়েছে রাসেলের। এককথায় কলকাতার ‘লাকি বয়’ তিনি। ২০১২ সালে আইপিএল-এ আত্মপ্রকাশ করার পর, প্রথম দুটি মরশুমে দিল্লি ক্যাপিটালস-এর হয়ে খেলার পর ২০১৪ সালে KKR-এ যোগ দেন রাসেল। এরপর থেকে তিনি কলকাতা নাইট রাইডার্সেরই অংশ হয়েছেন। এখনো পর্যন্ত ১২৭ টি আইপিএল ম্যাচ খেলে ১০৫ ইনিংসে তিনি ২৯.২২ গড় এবং ১৭৪.৯২ স্ট্রাইক রেটে ২৪৮৪ রান সংগ্রহ করেছেন। তাঁর সর্বোচ্চ ইনিংস স্কোর ৮৮* রান। বোলিংয়ে ১১৫ উইকেট সংগ্রহ করেছেন, যেখানে সেরা বোলিং ফিগার ছিল ৫/১৫। অবশেষে, আইপিএল ২০২৫-এর আগে কলকাতা নাইট রাইডার্স কি সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয় (Andre Russell IPL 2025 KKR)।