শনিবার ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় কলকাতা নাইট রাইডার্সের (KKR) ব্যাটিং অলরাউন্ডার রমনদীপ সিং (Ramandeep Singh)-কে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। রমনদীপ আইপিএল কোড অফ কন্ডাক্টের ২.২০ অনুচ্ছেদের অধীনে লেভেল ১ অপরাধ করেছেন বলে অভিযোগ।
Mumbai City FC: মুম্বাই সিটির এই ফুটবলারকে দলে টানতে মরিয়া ওডিশা
আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ৬০তম ম্যাচ চলাকালীন আইপিএল কোড অফ কন্ডাক্ট ভঙ্গের জন্য কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং-কে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২০ ধারা অনুযায়ী লেভেল ওয়ান অপরাধ করেছেন রমনদীপ। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি দোষ স্বীকার করেছেন। আচরণবিধির লেভেল ১ ভঙ্গের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।
Mohammedan SC: দিল্লি এফসির এই ফুটবলারের দিকে নজর দুই ক্লাবের
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নামা রমনদীপ আট বলে ১৭ রান করেন। এই ইনিংসে ২১২.৫০ স্ট্রাইক রেটে একটি চার ও একটি ছক্কা মারেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিল্ডিংয়েও নজর কেড়েছেন তিনি।
East Bengal: কুয়াদ্রতের এই ‘আবিষ্কার’ ইস্টবেঙ্গল সমর্থকরা মনে রাখবেন দীর্ঘ দিন
স্পিনার বরুণ চক্রবর্তী সহ বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে আইপিএলের চলতি মরসুমে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। মুম্বইয়ের সামনে জয়ের জন্য কেকেআর ১৬ ওভারে ১৫৮ রানের টার্গেট দেওয়ার পর ১৬ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৯ রান তুলতে পারে মুম্বইয়ের দল।
Ramandeep Singh has been fined 20% match fees for breaching IPL code of conduct. 🤷♀️ pic.twitter.com/sqJjLZRXIO
— KnightRidersXtra (@KRxtra) May 12, 2024