Kiyan Nassiri : সই করলেন নতুন চুক্তিপত্রে

kiyan

এটিকে মোহন বাগান সমর্থকদের জন্য সুখবর। জল্পনা কাটিয়ে বাগানেই থেকে গেলেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। রবিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি নতুন চুক্তি পত্রে সই করেছেন।

এটিকে মোহন বাগানে কিয়ান নাসিরির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল সংশয়ের মেঘ। আবহাওয়ায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছিল কিছু দিন আগে। শেষ পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন তিনি। আরও দু’বছর থাকবেন বাগানে।

   

জানা গিয়েছিল, ক্লাব এবং ফুটবলার, দুই পক্ষের মধ্যে আলোচনা ইতিবাচক অবস্থানে রয়েছে। ফলে এটিকে মোহন বাগানের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করতে পারেন ২১ বছর বয়সী উদীয়মান ফুটবলার।

দল বদলের বাজারে গুঞ্জন ছিল বাগানের প্রস্তাবে সম্মতি ছিল না নাসিরির। প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। কিয়ান নিজের আর্থিক দাবি বাড়িয়েছেন এমনটা শোনা গিয়েছিল। এরপরেই দুই তরফে সংশয় দেখা দিয়েছিল। ২০ বছর বয়সী কিয়ানের ফুটবল সম্পর্কিত বিষয়গুলি দেখেন তাঁর বাবা জামশিদ নাসিরি।

এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে প্রচারের আলোকে এসেছিলেন কিয়ান নাসিরি। এরপর গোল না পেলেও তাঁর ওপর আস্থা রেখেছিলেন কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন। গোল না পেলেও প্রশংসনীয় ফুটবল খেলেছিলেন কিয়ান। যা নজর টেনেছিল ফুটবল প্রেমীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন