Kiyan Nassiri : জল্পনা বাড়িয়ে ইস্টবেঙ্গল মাঠে কিয়ান নাসিরি

Kiyan Nassiri

দল বদলের বাজারে ফের জল্পনা। ইস্টবেঙ্গল (Kiyan Nassiri) ক্লাবে এটিকে মোহন বাগানের কিয়ানের নাম। তিনি কেন লাল হলুদ তাঁবুতে গিয়েছিলেন, সেই নিয়ে প্রশ্ন জেগেছিল ফুটবল উৎসাহীদের মনে।

ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান নাসিরি। কলকাতা ডার্বিতে ভালো খেলার সুবাদে রাতারাতি তারকার মর্যাদা পেয়েছেন তিনি। এরপর এটিকে মোহন বাগানের হয়ে খেলেছেন বহু ম্যাচ। তরুণ খেলোয়াড়ের ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ সময়েও তাঁকে মাঠে নামিয়েছিলেন বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো। নতুন মরসুম শুরু হওয়ার আগে এটিকে মোহন বাগানের প্রথম দলে সুযোগ পেয়েছেন কিয়ান।

   

কিয়ান নাসিরির বাবা জামশেদ নাসিরি ইস্টবেঙ্গলের ঘরের ছেলে। লাল হলুদের হয়ে খেলেই প্রতিষ্ঠা পেয়েছিলেন ভারতীয় ফুটবলে। ফলত তাঁদের পরিবারের ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি একটা আবেগ রয়েছেই। ছেলে লাল হলুদ জার্সি পরে মাঠে নামলে বাবা জামশেদ নাসিরি মোটেও অখুশি হবেন না। এ কথা ময়দানের কারও অজানা নয়। সব মিলিয়ে কিয়ানের ইস্টবেঙ্গল তাঁবুতে আগমণ ফুটবল প্রেমীদের মধ্যে জল্পনা তৈরি করবে সেটাই স্বাভাবিক।

জানা গিয়েছে, কিছু দিন আগে কিয়ান নাসিরির সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছে এটিকে মোহন বাগান। সেই অনুযায়ী আগামী দুটো মরসুম তাঁকে সবুজ মেরুন জার্সি পরেই মাঠে দেখার সম্ভাবনা সবথেকে বেশি। তবে কোনো ক্লাব যদি ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে আনতে চায় সেটা অন্য বিষয়।

জল্পনা থাকলেও এটিকে মোহন বাগান সমর্থকদের হয়তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ কিয়ান ইস্টবেঙ্গল তাঁবুতে গিয়েছিলেন একটি ম্যাচ খেলবেন বলে। শনিবার ইস্টবেঙ্গল মাঠে ছিল আর্মি ও সিসিএফসির একটি অনুশীলন ম্যাচ। সিসিএফসির হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। সিনিয়র নাসিরি সিসিএফসির দীর্ঘ দিনের সদস্য। বাবার মতো ছেলেও নিয়েছেন সদস্য পদ। সেই সূত্রেই ইস্টবেঙ্গল ক্লাব যাওয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন