আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিতে চলেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যুবভারতী ক্রীড়াঙ্গনে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে চলেছেন কিংবদন্তি। সুনীল ছেত্রীর রিটায়ারমেন্টের আগে ফুটবল প্রেমীদের মন ভারাক্রান্ত। সুনীল ছেত্রীকে সম্মান জানানোর জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। টিম ইন্ডিয়ার ‘ক্যাপ্টেন’-এর জন্য বিশেষ জার্সি নিয়ে এল খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Kidderpore Sporting Club)।
Sunil Chhetri: সুনীল ছেত্রীর উদ্দেশ্যে বিশেষ বার্তা লুকা মড্রিচের, কী বললেন?
সুনীল ছেত্রীকে উৎসর্গ করে বিশেষ জার্সি উন্মোচন করেছে খিদিরপুর এসসি। খিদিরপুর এসসির চিরাচরিত সবুজ-সাদা রঙের কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই জার্সি। জার্সির অগ্রভাগে ফুটিয়ে তোলা হয়েছে সুনীলের মুখাবয়ব। এই জার্সি শুধু ছেত্রীকে উৎসর্গ করার জন্যই নয়, আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য-ও।
ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন এই জার্সির ছবি পোস্ট করা হয়েছে। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা, ‘লেজেন্ডারি সুনীল ছেত্রীকে উৎসর্গ করে আমাদের এই আইকনিক জার্সি। সাদা রঙের ওপর সবুজ রঙ ব্যবহার করে আকর্ষণীয় করে তোলা হয়েছে এই বিশেষ জার্সিটিকে। জার্সির ওপর সুনীল ছেত্রীর পোর্ট্রেইট তুলে ধরেছে ফুটবলের প্রতি তাঁর ভালবাসা এবং নিষ্ঠাকে।’
Sheikh Sahil: অন্য ক্লাবের প্রস্তাব ফিরিয়ে জামশেদপুরেই থাকছেন সাহিল
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আইকনিক জার্সি আসন্ন কলকাতা ফুটবল লিগে ব্যবহার করতে পারবেন ফুটবলাররা। সিএফএল ২০২৪-এর জন্য মোটের ওপর ভাল দল গড়েছে খিদিরপুর স্পোর্টিং ক্লাব। প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই। ভাল ফল করার লক্ষ্যে অনুশীলনে মন দিয়েছে ক্লাব। ইতিমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে খিদিরপুর স্পোর্টিং ক্লাব। সুবার্নান ক্লাবের বিরুদ্ধে জিতেছে ৪-২ গোলে।