CFL আসন্ন, কিবু ভিকুনা এবারেও থাকছেন

আর কয়েক দিন পরেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগের (CFL) নতুন মরসুম। মাঠে নামার জন্য তৈরি হচ্ছে দলগুলো। মোহনবাগানকে সাফল্য এনে দেওয়ার পর ভারতীয়…

আর কয়েক দিন পরেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগের (CFL) নতুন মরসুম। মাঠে নামার জন্য তৈরি হচ্ছে দলগুলো। মোহনবাগানকে সাফল্য এনে দেওয়ার পর ভারতীয় ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন কিবা ভিকুনা। বাংলার ফুটবল প্রেমী জনতার কাছে তিনি এখনও অন্যতম প্রিয় মানুষ। এবারের কলকাতা ফুটবল লিগেও কি থাকছেন কিবু ভিকুনা (Kibu Vicuna)?

   

CFL: অমিত টুডুকে দেখে ফুটবলে আসা, পিয়ারলেসের হয়ে খেলবেন মার্শাল

এবারের কলকাতা ফুটবল লিগেও দায়িত্বে রয়েছেন কিবু ভিকুনা। ডায়মন্ড হারবার এফসির কোচ হিসেবেই থাকবেন সাইড লাইনের ধরে। টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন আগেই। গতবারের মতো এবারেও ডায়মন্ড হারবার এফসিকে কেন্দ্র করে থাকবে প্রত্যাশা।

আবির্ভাবের পর থেকে মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। গত মরসুমের সিএফএল-এ দল ছিল চ্যাম্পিয়নশিপের দৌড়ে। কিবু ভিকুনার কোচিংয়ে ধারাবাহিকভাবে ভাল খেলার চেষ্টা করেছিল দল। গ্ৰুপ পর্বে পরপর ম্যাচ থেকে তুলে নিয়েছিল পয়েন্ট।

আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য ডায়মন্ড হারবার এফসি প্রস্তুতি শুরু করে দিয়েছিল অনেক আগেই। এক মাসেরও বেশি সময় আগে থেকে দল নিয়ে মাঠে নেমে পড়েছিলেন কিবু। জোর কদমে চালাচ্ছেন অনুশীলন।

CFL: ফ্রি-কিক থেকে গোল করে উদ্ধার করেছিলেন দলকে, রেলের হয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন জ্যোতি

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর আগে ডায়মন্ড হারবার এফসি ছেড়েছেন কয়েকজন ফুটবলার। তাতে কিবুর খুব একটা সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে। কারণ স্কোয়াড এবারেও হেভিওয়েট। প্রস্তুতি যেহেতু অনেক আগে থেকে শুরু হচ্ছে, তাই ফুটবলারদের মধ্যে ভাল বোঝাপড়া দেখা যাবে বলেও আশা করা যেতেই পারে।