বাইক বেচে সারিয়েছেন চোট, CFL-এ স্বপ্ন পূরণের দৌড় খালিদের

কলকাতায় ফুটবল লিগ নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দল গুছিয়ে বহু ক্লাবে চলছে অনুশীলন। এবারেও এক ঝাঁক তরুণ প্রতিভা মাঠে নামবেন নিজেকে প্রমাণ করার জন্য।…

Khalid Molla

কলকাতায় ফুটবল লিগ নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দল গুছিয়ে বহু ক্লাবে চলছে অনুশীলন। এবারেও এক ঝাঁক তরুণ প্রতিভা মাঠে নামবেন নিজেকে প্রমাণ করার জন্য। খালিদ মোল্লা (Khalid Molla) তাদের মধ্যে একজন।

   

কালিকাপুরের খালিদ মোল্লা কলকাতা ফুটবল লিগে খেলতে চলা প্রতিশ্রুতিবান ফুটবলারদের মধ্যে অন্যতম। কোচ প্রশান্ত চক্রবর্তী প্রতিভা চিনে তুলে এনেছিলেন কলকাতা ময়দানে। গতবারও ইস্টার্ন রেলের হয়ে খেলে নজর কেড়েছিলেন খালিদ। এবার তিনি খেলবেন ইস্টার্ন রেলের ফুটবল দলের হয়ে।
কীভাবে উঠে এলেন কলকাতার মাঠে? প্রশ্ন করা হয়েছিল খালিদ মোল্লাকে। তিনি জানিয়েছেন, “ফুটবল খেলে যা উপার্জন হয় সেটা দিয়ে বাড়ির খরচ চলে। বাবা মায়ের আয় তেমন না। সংসারের ভার অনেকটা আমার কাঁধে রয়েছে। জমানো টাকা দিয়ে বোনের বিয়ে দিলাম।”

গুরুতর চোট পেয়েছিলেন খালিদ। এসিএল ইনজুরি। চিকিৎসা করানোর মতো যথেষ্ট টাকা ছিল না। সাধের বাইক বেচে নিজের চিকিৎসার টাকা জোগাড় করেছিলেন খালিদ। এখন তিনি পুরোপুরি ফিট। আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলবেন ইস্টার্ন রেলের হয়ে।

খালিদ মোল্লা রক্ষণ ভাগের ফুটবলার। খেলেন সেন্টার ব্যাক পজিশনে। ভারতীয় ফুটবলারদের মধ্যে সন্দেশ ঝিঙ্গন তাঁর প্ৰিয় ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলের আইডল সার্জিও ৱ্যামোস। খালিদ জানিয়েছেন, ৱ্যামোসকে দেখেই তাঁর ডিফেন্ডার হওয়া, ৱ্যামোসের মতো খেলার চেষ্টা করেন। আগামী দিনে ভারতের হয়ে খেলতে চান কালিকাপুরের খালিদ মোল্লা।

Advertisements