কাফা কাপের (CAFA Nations Cup 2025) মঞ্চে ভারতীয় ফুটবলের (India Football Team) জন্য এ যেন এক নতুন সূর্যোদয়। শক্তিশালী ইরানের বিরুদ্ধে হার, র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা ওমানের (Oman) বিরুদ্ধে জয়। এই ওঠা-পড়ার মধ্যেই ফুটে উঠল খালিদ জামিলের (Khalid Jamil) কোচিং দর্শন। তিনি বলেন, ‘হেরে গেলে সব দোষ আমার, জিতলে কৃতিত্ব ছেলেদের’। যদিও ভারতীয় ফুটবলের বহুদিনের খরা কাটানোর স্বপ্নের পথ হয়ত এখান থেকেই শুরু হল।
মরু শহরে আজ থেকে শুরু এশিয়া কাপ, বুধবার নামছে ভারত; রইল বিস্তারিত সূচি
ভারতীয় ফুটবলে দীর্ঘদিন পরে দেখা গেল এক কোচ মাঠের ধারে দাঁড়িয়ে ‘হোল্ড’, ‘ম্যান অন’, ‘আপ’, ‘ক্লিয়ার’ বলে নিরন্তর নির্দেশ দিচ্ছেন। খালিদের সেই ‘লাইভ গেম ম্যানেজমেন্ট’ যেন রণোবীর চেতনায় জ্বালিয়ে দিল ছাংতে-আনোয়ার-গুরপ্রীতদের। কাফা কাপে ভারতের পারফরম্যান্স একদিক দিয়ে হয়তো প্রথম দুইয়ে থাকা স্বপ্ন থেকে গেল, কিন্তু মানসিকতার দিক থেকে এই দল অনেকখানি এগিয়ে গেল।
ওমান ম্যাচের পর খালিদ জামিল বলেন, “এই জয়ের সব কৃতিত্ব প্লেয়ারদের। তাদের মধ্যে বিশ্বাস ছিল। প্রত্যেকে খুব পরিশ্রম করেছে। আসল কথা হল, প্লেয়ারদের ঐক্য।” এই ঐক্যই যে ভারতের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে, সেটা ওমানের বিরুদ্ধে ম্যাচে চোখে পড়েছে। ৩-২ ব্যবধানে টাইব্রেকারে জয়ের নেপথ্যে যিনি প্রধান নায়ক, তিনি গুরপ্রীত সিং সান্ধু। ভারতের ফুটবল ইতিহাসে একাধিক ম্যাচে গুরপ্রীতের অবদান ছিল অমূল্য, আর কাফা কাপের এই ম্যাচ যেন তার সাম্প্রতিক প্রমাণ।
সিন্ধু-লক্ষ্য-চিরাগদের নেতৃত্বে এই টুর্নামেন্টে অভিযান শুরু ভারতের
গুরপ্রীত ম্যাচের পর সোশাল মিডিয়ায় লিখেছেন, “দিনের শেষে তো স্মৃতিই থেকে যায়। দল হিসেবে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আমরা কি শুধুই অংশগ্রহণ করতে যাচ্ছি? নাকি নিজেদের সেই পর্যায়ে নিয়ে যাব, যে স্মৃতিটা আমাদের সবার মনে থাকবে?” এই প্রশ্নই দলকে অনুপ্রাণিত করেছে। দলের পারফরম্যান্সে ফুটে উঠেছে আত্মবিশ্বাস, একতার বল। আর খালিদ জামিল যেভাবে ফুটবলারদের মধ্যে মানসিক পরিবর্তন এনেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
Memories, thats all we will be left with. As a team we discussed if we are here to merely participate or are we going to push for something that we can all remember in our lives.
I am thankful to the @IndianFootball and @CAFAssociation for making this happen giving us a shot.… pic.twitter.com/m3MvSzt93B
— Gurpreet Singh Sandhu (@GurpreetGK) September 9, 2025
সামনে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব। তার আগে কাফা কাপে যে শিক্ষাগুলো পাওয়া গেল, সেগুলোকে কাজে লাগিয়ে আরও উন্নতি করতে হবে। খালিদের পরিচালনায় একটা ভরসার জায়গা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেই ভরসা বাস্তব হয়ে উঠতে গেলে গোল করতে পারা স্ট্রাইকার দরকার, মিডফিল্ডে আরও বেশি করে বল কন্ট্রোল দরকার।
Khalid Jamil said Confidence Teamwork after India Football Team beat Oman in CAFA Nations Cup 2025