ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে খুশি খালিদ জামিল, কী বললেন?

জয়ের ধারা বজায় রাখল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। হায়দরাবাদ ম্যাচের হতাশা কাটিয়ে গত অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসিকে আটকে দিয়েছিল খালিদ জামিলের ছেলেরা। এবার হোম…

Khalid Jamil Pleased with Players

জয়ের ধারা বজায় রাখল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। হায়দরাবাদ ম্যাচের হতাশা কাটিয়ে গত অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসিকে আটকে দিয়েছিল খালিদ জামিলের ছেলেরা। এবার হোম ম্যাচে ও বজায় থাকল সেই ছন্দ। গত নিজেদের ঘরের মাঠে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে খেলতে নেমেছিল জাভি হার্নান্ডেজরা। সম্পূর্ণ সময়ের শেষে দুই গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে শিল্প নগরীর এই ফুটবল ক্লাব। জোড়া গোল পেয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড জাভিয়ের সিভেরিও টোরো। একটি মাত্র গোল পেয়েছেন লেজার সিরকোভিচ।

   

এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে জামশেদপুর এফসি। টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের দৌড়ে অনেকটা পিছিয়ে থাকলেও সুপার সিক্সে নিজেদের স্থান সম্পূর্ণ মজবুত করে ফেলল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বলাবাহুল্য, চলতি এই ফুটবল লিগের প্রথম ম্যাচে এফসি গোয়াকে পরাজিত করেই নিজেদের অভিযান শুরু করেছিল জামশেদপুর এফসি। পরবর্তীতে মুম্বাই সিটি এফসি ম্যাচে ও বজায় ছিল সেই ছন্দ। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই নিজেদের ছন্দ হারাতে শুরু করেছিল এই ফুটবল ক্লাব।

Also Read | সেয়ানে সেয়ানে টক্কর, কে হলেন ভারতের নতুন চেস মাস্টার্স ? 

স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল অনেকটা নিচে। তবে নতুন বছরের প্রথম থেকেই অনবদ্য পারফরম্যান্স করতে শুরু করে স্টিফেন এজের দল। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে। মাঝে ছন্দ পতন হলেও জয়ের সরণিতে ফিরতে খুব একটা সমস্যা হয়নি। ঘরের মাঠে এফসি গোয়া দলকে পরাজিত করার ফলে নিঃসন্দেহে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে সকল ফুটবলারদের। দলের খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে যথেষ্ট খুশি ভারতীয় কোচ খালিদ জামিল।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দলের সবাই প্রচন্ড পরিশ্রম করেছে। খেলোয়াড়দের এমন পারফরম্যান্সের কারণেই আমরা এই ফলাফল পেয়েছি। তাঁদের একই মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। দলের সকলের এমন মনোভাব থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ধারা বজায় রাখতে হবে।” পাশাপাশি এখন থেকেই পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছেন খালিদ জামিল। সেই প্রসঙ্গে আরও বলেন, ” আমরা এবার একটি অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছি। তাই, আমাদের এটা ধরে রাখতে হবে। সময় নষ্ট না করে আমাদের পরবর্তী ম্যাচের কথা ভাবতে হবে। খেলোয়াড়দের সেভাবেই প্রস্তুত করতে হবে।”