নতুনদের হাত ধরে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জামিলের দল

Khalid Jamil Fresh Faces Fire Jamshedpur FC Into Durand Cup 2025 Quarterfinals

ভারতীয় ফুটবলের (Indian Football)পুরনো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup 2025)। এবার একেবারে ভিন্ন চেহারায় হাজির হয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। তাদের কোচ খালিদ জামিল (Khalid Jamil) বরাবরই পরিচিত তাঁর নিজস্ব ট্যাকটিক্যাল গভীরতার জন্য। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবছর জামিলের অধীনে গড়া জামশেদপুর প্রায় নতুন মুখে ভরপুর। ডুরান্ড কাপ ২০২৫ গ্রুপ পর্বে অপরাজিত থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

গ্রুপ ‘সি’ র শীর্ষে থেকে জামশেদপুর এফসির যাত্রা বেশ নজরকাড়া। কারণ তিন ম্যাচেই কোচ খালিদ জামিল ভরসা রেখেছেন একেবারে নতুন ১১ জন খেলোয়াড়ের উপর। তাঁদের মধ্যে সাতজনই এবার প্রথমবারের মতো জামশেদপুরের জার্সি গায়ে খেলছেন। কিন্তু মাঠে তাঁদের পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই যে তাঁরা একসঙ্গে খেলছেন প্রথমবার।

   

মহামেডান স্পোর্টিং থেকে আসা মনবীর সিং যেন পুরনো ছায়া মুছে নতুন উদ্যমে খেলতে শুরু করেছেন। একট গুরুত্বপূর্ণ গোল, টানা প্রেসিং, ও প্রতিপক্ষ ডিফেন্সকে দমিয়ে রাখা। সবকিছুতেই মনবীর প্রমাণ করে দিয়েছেন কেন কোচ তাঁর ওপর আস্থা রেখেছেন।

আই-লিগ দ্বিতীয় ডিভিশন থেকে উঠে আসা প্রফুল কুমার হয়ে উঠেছেন দলের রক্ষণেরঅন্যতম স্তম্ভ। শুধু রক্ষণ সামলানো নয়, তাঁর লম্বা থ্রো-ইন থেকে এসেছে অ্যাসিস্ট এবং নিজেও করেছেন একটি গোল। তার পারফরম্যান্স তাঁকে এনে দিয়েছে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার।

রাইট উইংয়ে সার্থক গোলুই যেমন রক্ষণে দৃঢ়, তেমনই ফাঁক পেলেই সামনে উঠে আক্রমণে অংশ নিচ্ছেন। তিনি এই মরসুমে দলের প্রথম গোলটিও করেছেন। অন্যদিকে, উইংয়ে ভিন্সি ব্যারেটো গতি ও চতুরতা প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে দিচ্ছে। তাঁর নামের পাশে রয়েছে তিনটি অ্যাসিস্ট এবং একটি শট যা শেষ ম্যাচে আত্মঘাতী গোলে পরিণত হয়।

সর্বশেষ ম্যাচে প্রথম একাদশে নামা ভিপি সুহায়ের গোল না করলেও তার মুভমেন্ট ও সানানের সঙ্গে বোঝাপড়া দলকে একাধিক সুযোগ এনে দিয়েছে। তাঁর চেষ্টাশীলতা চোখে পড়ার মতো। পাশাপাশি নিশু কুমারের উপস্থিতি এনেছে ভারসাম্য এবং ডিফেন্সিভ কভারে তাঁর অবদান অসামান্য। অন্যদিকে, গোলরক্ষক আমৃত গোপ এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করেছেন এক ‘রিভেলেশন’ হিসেবে। তিনি দুটি ক্লিন শিট রেখেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বাঁচিয়েছেন।

জামশেদপুর এফসির যুব কাঠামো থেকেও এসেছে বড় অবদান। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ থেকে উঠে আসা কার্তিক চৌধুরি ও লালহ্রিয়াতপুইয়া সুযোগ পেয়ে নজর কেড়েছেন। মাঝমাঠে জয়েশ রানে ও প্রনয় হালদার একে অপরের দায়িত্ব ভাগ করে নিয়ে দলকে ভারসাম্য দিয়েছেন। একজন আক্রমণ গড়েছেন, আরেকজন রক্ষণ সামলেছেন।

খালিদ জামিলের পরিকল্পনায় কোনো তারকা নির্ভরতা নেই। তাঁর দলের মূল মন্ত্র “ইনটেনসিটি এবং একতা”। একে অপরের জন্য খেলো, পরিকল্পনায় থাকো, আর সর্বোচ্চটা দাও। এই দৃষ্টিভঙ্গি জামশেদপুরকে এনে দিয়েছে গ্রুপ ‘সি’তে শীর্ষস্থান এবং অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সুবর্ণ সাফল্য।

Khalid Jamil Fresh Faces Fire Jamshedpur FC Into Durand Cup 2025 Quarterfinals

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleমাথায় একের পর এক গুলি, বাঁকুড়ায় খুন তৃণমূল নেতা
Next articleদেশের প্রতিটি বড় শহরের আজকের পেট্রোল ও ডিজেলের দাম জেনে নিন
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।