ঘরের মাঠে পয়েন্ট খুইয়ে আলাদিন প্রসঙ্গে কী বললেন জামিল?

গত বেঙ্গালুরু ম্যাচের হতাশা ভুলে বৃহস্পতিবার সন্ধ্যায় জয়ের সরণিতে ফেরার লক্ষ্য ছিল জামশেদপুর এফসির। সেই অনুযায়ী নিজেদের ঘরের মাঠ অর্থাৎ জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে শক্তিশালী নর্থইস্ট…

Khalid Jamil Criticizes Loss to Northeast United

গত বেঙ্গালুরু ম্যাচের হতাশা ভুলে বৃহস্পতিবার সন্ধ্যায় জয়ের সরণিতে ফেরার লক্ষ্য ছিল জামশেদপুর এফসির। সেই অনুযায়ী নিজেদের ঘরের মাঠ অর্থাৎ জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল খালিদ জামিলের (Khalid Jamil ) ছেলেরা। কিন্তু এবার ও জয় অধরা থাকল দেশের শিল্প নগরীর এই ফুটবল ক্লাবের। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। দলের হয়ে এদিন জোড়া গোল করে যান আলাদিন আজারেই। যারফলে তৈরি হয় এক নতুন রেকর্ড।

এবারের ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত মোট ২০টি গোল করে ফেলেছেন এই মরোক্কান তারকা। এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে অনায়াসেই তিনি পিছনে ফেলে দিয়েছেন ফারান কোরোমিনাস এবং বারথোলোমিউ ওগবেচেকে। হিসাব অনুযায়ী দেখলে আইএসএলের ক্ষেত্রে এখনও পর্যন্ত ১৮ টি করে গোল করার রেকর্ড ছিল এই দুই ফুটবলারের। তবে এবার আইএসএলের প্রথম মরসুমে খেলতে এসেই সেই রেকর্ড ভেঙে ফেললেন এই মরোক্কান তারকা। যা নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। স্বাভাবিকভাবেই তাঁর এমন পারফরম্যান্স নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন প্রদান করেছিল গোটা দলকে।

   

যারফলে তাঁদের আর আটকানো সম্ভব হয়নি জামশেদপুর এফসির পক্ষে। ম্যাচ শেষে সেই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খালিদ জামিল বলেন, ” এটা আমাদের হোম ম্যাচ ছিল। এখানে থেকে আমাদের অন্তত একটা পয়েন্ট পাওয়া উচিত ছিল। কিন্তু ওরা আমাদের তুলনায় অনেকটাই ভালো খেলেছে।” পাশাপাশি আরও বলেন, “তাঁদের একজন যথেষ্ট দক্ষ ফুটবলার রয়েছে। আলাদিন আজারেই। সেই আমাদের সম্পূর্ণভাবে রুখে দিয়েছে। আমাদের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছে।”

Advertisements

এখন এই ম্যাচ ভুলে শীঘ্রই ঘুরে দাঁড়াতে চান খালিদ জামিল। সেইমতো নিজেদের ভুলভ্রান্তি শুধরে জয়ের সরণিতে ফেরাই এখন অন্যতম লক্ষ্য স্টিফেন এজে থেকে শুরু করে মহম্মদ শাননদের। আগামী ২০শে ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে জামশেদপুর দল।