ISL: ‘এতদিন মুখ বুজে ছিলাম’, বিস্ফোরক মোহন-ইস্টের প্রাক্তন কোচ

ATK Mohun Bagan defeated North-East United

বিস্ফোরক ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তন কোচ। শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ম্যাচ শেষে বললেন, ‘এতোদিন মুখ বুজে ছিলাম।’

Advertisements

অনেক সম্ভাবনা নিয়ে এবারের আইএসএল শুরু করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু কখনই টিমের ফুটবলাররা মেলে ধরতে পারেননি প্রত্যাশিত পারফরম্যান্স। যার ফলে ১৯ ম্যাচ খেলে লিগের দশম পাহাড়ি এই দলটি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরের ম্যাচ। তার আগে বিস্ফোরক খালিদ জামিল। 

নর্থ ইস্ট খেলেছে ১৯ টি ম্যাচে। প্রাপ্ত পয়েন্ট ১৩। জয় এসেছে তিনটি ম্যাচে। অমীমাংসিত এবং পরাজিত ম্যাচের সংখ্যা যথাক্রমে চার এবং বারো।

Advertisements

ম্যাচ শেষের প্রেস মিটে তিনি বলেছেন, ‘নর্থ ইস্টকে কোচিং করানো আমার কাছে স্বপ্নের মতো। কিন্তু নানান কারণে আমি এতদিন চুপ ছিলাম। মুখবুজে সহ্য করেছি। ধন্যবাদ জানাতে চাই দলের অন্যতম কর্ণধার জন স্যারকে। একমাত্র তিনি আমার পাশে ছিলেন। ওনার মুখ চেয়ে আমি এতদিন কাজ চালিয়ে গিয়েছে। নাহলে অনেক দিন আগেই ছেড়ে চলে যেতাম।’ 

খালিদ আরও বলেছেন, ‘মরশুমের প্রথম পাঁচ ছ’টি ম্যাচে আমি কোচিং করাতে পেরেছিলাম। সিজিনের মাঝখানে ক্লাব ঠিক করল কিছু টেকনিকাল ডিরেক্টর নিয়োগ করবে। এবং ছেলেদের তাঁদের কথা মতো কাজ করতে হবে। ম্যানেজমেন্ট আমাকে বুঝিয়েছিল আমি আমার কাজ ঠিকই করতে পারবো। কোনো অসুবিধা হবে না। কিন্তু ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম আমি।’