Transfer Window: ফের সাফল্যের চূড়ায় ওঠার স্বপ্ন দেখছে গোকুলাম কেরালা এফসি নতুন মরসুমের জন্য দল গঠনের কাজে ঢিলেমি দিতে নারাজ ক্লাব। আগামী দিনে দলের সম্পদ হতে পারেন এমন একজন ফুটবলারকে চূড়ান্ত করেছে গোকুলাম কেরালা এফসি।
সোশ্যাল মিডিয়ায় গোকুলাম কেরালা এফসি জানিয়েছে, রাহুলকে দলে নিয়েছে তারা। সেই সঙ্গে পোস্ট লেখা, ‘ ট্যালেন্টেড ‘। এখন প্রশ্ন হচ্ছে কে এই রাজু? বিভিন্ন প্রতিবেদন, নেট ঘেঁটে জানা গেল রাহুলের পুরো নাম রাহুল রাজু। কেরালার ঘরের ছেলে। বয়স খুবই কম এখনও পর্যন্ত রাহুলের যা প্রোফাইল সেটা দেখা বলতেই হয়, ‘ ট্যালেন্টেড ‘।
উনিশ বছর বয়সী রাহুল রাজু ইতিমধ্যে একাধিক সম্মান অর্জন করেছেন। দেশকে তরুণ ফুটবলারদের তুলে নিয়ে আসার জন্য রিলায়েন্স যে উদ্যোগ নিয়েছে রাহুল রাজু তারই ফসল। ২০২২ সালে আয়োজিত রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লীগে সেরার শিরোপা জিতেছেন তিনি। বেঙ্গালুরুর বি দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন রাজু। ওই টুর্নামেন্টেই করেছিলেন সব থেকে বেশি গোল। ব্যক্তিগত এই পারফরম্যান্সের জোরে জিতেছিলেন গোল্ডেন বুট। এখন থেকেই বিভিন্ন ক্লাবের নজরে চলে এসেছিলেন রাহুল।
New signing alert! GKFC is thrilled to announce the addition of Rahul, a talented midfielder from Chandigarh! 🎉⚽
#GKFC #Malabarians pic.twitter.com/dQwTjgjfhb
— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) July 24, 2023
প্রাপ্ত পরিসফখ্যান অনুযায়ী, বেঙ্গালুরু বি দলের হয়ে সাত ম্যাধে সাতটি গোল করেছিলেন। পরে বেঙ্গালুরুর সিনিয়র দলে প্রমোশন পেয়েছিলেন। সেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। লোনে পাঠানো হয়েছিল গোকুলাম কেরালা এফসিতে। বেশ কিছু ম্যাচ খেলে গোল করেছিলেন। আসন্ন মরসুমেও খেলবেন কেরালার এই দলের হয়ে।