চেন্নাইয়িনের বিপক্ষে বড় ব্যবধানে জয়, নোয়া প্রসঙ্গে কী বললেন লুনা?

adrian luna

বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসির সঙ্গে। সম্পূর্ণ সময় শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় থেক্কাথারা পুরুষোথামনের কেরালা দল। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে জেসুস জেমিনেজ, কোরো সিং এবং কোয়ামি পেপরা। অন্যদিকে, ভিন্সি ব্যারেটোর গোলে ব্যবধান কমলে ও ম্যাচে আর ফেরা সম্ভব হয়নি চেন্নাইয়িন এফসির। যারফলে ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে এল কেরালা দল।

বলাবাহুল্য, এদিন চেন্নাইয়িন এফসির ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট দাপট থেকেছে কেরালা দলের। যা সামাল দিতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দিয়েছিল প্রীতম কোটাল থেকে শুরু করে লালদিনপুইয়াদের। ম্যাচের দুই মিনিটের মাথায় আচমকাই প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দেন কেরালা দলের ফুটবলাররা। তারপর সেই বল ফলো করেই ঢুকে পড়েন জেসুস। তারপর চেন্নাইয়িন গোলরক্ষক মহম্মদ নাওয়াজকে বোকা বানিয়ে শট নেন এই তারকা ফুটবলার। একেবারে কোনাকুনি ভাবে বল চলে যায় গোলের মধ্যে।

   

যারফলে অনায়াসেই এগিয়ে যায় কেরালা। তারপর প্রথমার্ধের শেষ লগ্নে কোরোর গোল। নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের ফুটবলারদের। প্রথমার্ধের শেষে দুই গোলের ব্যবধানেই এগিয়ে ছিল কেরালা। অপরদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘন ঘন আক্রমণে এসে গোল তুলে নিতে মরিয়া ছিল লুকাস বামব্রিলা থেকে শুরু করে কোন্নর শিল্ডরা। কিন্তু গোলের দেখা মেলেনি। আসলে প্রথমার্ধেই জর্ডান উইলমার গিল লাল কার্ড দেখার পর থেকেই যথেষ্ট ব্যাকফুটে চলে গিয়েছিল চেন্নাইয়িন। যার প্রভাব পড়েছে গোটা ম্যাচে।

এসবের মাঝেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন কেরালা দলের তারকা ফুটবলার নোয়া সাদাউ। যা কিছুতেই ভালোভাবে নেননি অধিনায়ক আদ্রিয়ান লুনা। বল মাঠের বাইরে বেরোতেই মাঠের মধ্যে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন দলের দুই তারকা ফুটবলার। যা কিছুতেই ভালোভাবে নেয়নি সমর্থকরা। ম্যাচ শেষে এই প্রসঙ্গে লুনা বলেন, “একজন অধিনায়ক হিসেবে আমার তাঁর সাথে এটা করা উচিত হয়নি। তবে সেই সময় পাস দেওয়ার জন্য একজন খেলোয়াড় ছিল। সে বল এগিয়ে দিতে পারত।আমি ড্রেসিংরুমে তাঁর সাথে কথা বলব এবং বিষয়টি সমাধান করব।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন