টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) শিল্ড (League Shield) জিতে নতুন নজির গড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে কলকাতা ময়দানের প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। গতবার লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) হারিয়ে শিল্ড ঘরে তুলেছিল তারা। যদিও সেই বছর বাগান ব্রিগেড পরিচালনার দায়িত্ব ছিলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এ বার লিগের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে এফসি গোয়া, যারা এই মুহূর্তে লিগ শিল্ডের দৌড়ে সবুজ-মেরুন বাহিনীর প্রধান প্রতিদ্বন্দ্বী। এরই মধ্যে কোচিতে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) মুখোমুখি হচ্ছে শুভাশীষ-লিস্টনরা।
গতবারের মতো শেষ ম্যাচ পর্যন্ত শিল্ডজয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে না চাইলে আসন্ন দুই ম্যাচে জিতে শিল্ডের দখল নিতে হবে তাদের এবং সেই শেষ দুই ধাপের প্রথমটি পেরোতে তারা নামবে কোচির মাঠে। যেখানে প্রতিপক্ষ শুধু এগারোজন ফুটবলারই নন, গ্যালারিতে উপস্থিত কেরালা ব্লাস্টার্সের হাজার-হাজার সমর্থকও। তবে আইএসএলে নিজেদের মাঠে কখনও মোহনবাগানকে হারাতে পারেনি কেরালা ব্লাস্টার্স। তবে আজকের প্রথম একাদশে নেই বিশেষ কোন চমক।
ℹ️ Your Blasters to take on the Mariners tonight 🟡#KeralaBlasters #KBFC #YennumYellow #ISL #KBFCMBSG pic.twitter.com/ESH6WcggiT
— Kerala Blasters FC (@KeralaBlasters) February 15, 2025
হোসে মোলিনার প্রথম একাদশে রয়েছেন :
Mariners XI to take on @KeralaBlasters 💪🏻💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/YWMpU8OAij
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 15, 2025
গত পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জেতা কেরালা ব্লাস্টার্স এখন সেরা ছয়ে নেই ঠিকই, কিন্তু তাদের সেরা ছয়ে থেকে লিগ শেষ করার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। সে জন্য তাদের শেষ কয়েকটি ম্যাচে জিততেই হবে। তাই শনিবার ঘরের মাঠে বাগানের বিরুদ্ধে জয়ের জন্য নিশ্চয়ই মরিয়া তারা। কিন্তু মোহনবাগানকে হারানো এই মুহূর্তে যে কোনও দলের পক্ষেই কঠিন কাজ। গত তিন ম্যাচে টানা জয় পাওয়া এবং টানা আট ম্যাচে অপরাজিত সবুজ-মেরুন বাহিনী এখন শিল্ড জয়ের লক্ষ্যে ঝড়ের গতিতে এগোচ্ছে। এই ঝড় থামানো ব্লাস্টার্সের পক্ষে মোটেই সোজা হবে না।
সে রকমই আরও এক লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দুই রাজ্যের সমর্থকেরা। কারণ, লড়াইটা শুধু দুই দলের নয়, তাদের সমর্থকদেরও। যুদ্ধ শুধু ফুটবলের নয়, ফুটবল নিয়ে উন্মাদনা, আবেগেরও।