HomeSports Newsটমাস টচর্জদের নির্দেশেই আপাতত খেলবে কেরালা, কবে আসবে নতুন কোচ?

টমাস টচর্জদের নির্দেশেই আপাতত খেলবে কেরালা, কবে আসবে নতুন কোচ?

- Advertisement -

নয়া ফুটবল মরসুমের শুরুতেই জোর ধাক্কা খেয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও আশানুরূপ ফল মেলেনি। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে ঘরের মাঠে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হতে হয়েছিল দলকে। পরবর্তী ম্যাচে জয় আসলেও সেই ধারা বজায় থাকেনি। স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে পয়েন্ট টেবিলে। সময় যত এগিয়েছে ততই অন্যান্য শক্তিশালী দলগুলির থেকে পিছিয়ে পড়েছে কেরালা ব্লাস্টার্স। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের।

তবুও ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি পেয়ে এই কোচের উপর ভরসা রেখেছিল কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। কিন্তু কাজের কাজ হয়নি। দক্ষিণের ডার্বিতে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করার পর তারা তিনটি ম্যাচে আটকে যেতে হয় আদ্রিয়ান লুনাদের। এমন পরিস্থিতিতে কোচ ছাঁটাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে ম্যানেজমেন্ট। যারফলে গত ডিসেম্বরের মাঝামাঝি সময় চাকরি হারাতে হয় সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরে সহ তাঁর গোটা সাপোর্টিং স্টাফেদের। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচের হাতে দেওয়া হয় দলের দায়িত্ব।

   

সেই থেকে এখনও পর্যন্ত দলের দায়িত্ব পালন করে আসছেন কেরালার যুব দলের ফুটবল কোচ টমাস টচর্জ। বর্তমানে দলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন পুরুষোথামান। বলাবাহুল্য গত মহামেডান ম্যাচে ও তাঁদের নির্দেশ অনুযায়ী খেলতে নেমেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই ম্যাচে জয় আসলেও বছরের শেষ ম্যাচে পরাজিত হতে হয় খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। যা ব্যাপক হতাশ করেছে সকল সমর্থকদের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই নয়া বছরের প্রথমদিকে নতুন হেড কোচ নিয়োগ করার কথা থাকলেও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।

বিশেষ সূত্র মারফত খবর, চলতি জানুয়ারিতে ও নাকি অন্তর্বর্তীকালীন কোচের তত্ত্বাবধানেই খেলবে নোয়া সাদাউরা। মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম দিকেই নয়া কোচের নাম ঘোষণা করতে পারে আইএসএলের এই ফুটবল ক্লাব।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular