Kerala Blasters: ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়াতে একাধিক ফুটবলারদের দিকে নজর কেরালার

নয়া মরসুমে সাফল্য পেতে মরিয়া কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)৷ সেজন্য তাঁর নির্দেশ মেনেই দল গঠনের কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। যারফলে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার…

Stefan Scepovic

নয়া মরসুমে সাফল্য পেতে মরিয়া কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)৷ সেজন্য তাঁর নির্দেশ মেনেই দল গঠনের কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। যারফলে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনে ও যথেষ্ট চমক দিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। ডুরান্ড কাপে অংশ গ্ৰহন করার আগে তাঁদের অধিকাংশ ফুটবলারদের নিয়ে থাইল্যান্ডে প্রাক মরসুম প্রস্তুতি চালিয়েছেন সুইডিশ কোচ। কিন্তু এখানেই শেষ নয়।

দল বদলের বাজার থেকে শেষ আরও এক ফরোয়ার্ডকে দলে টানতে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে এসেছে স্টেভান জোভেটিকের (Stefan Scepovic) নাম। গত ফুটবল সিজনে অলিম্পিয়াকোস এফসির হয়ে খেলেছিলেন বছর চৌত্রিশের এই ফরোয়ার্ড। পরবর্তীতে আর তাঁর সঙ্গে চুক্তি বাড়ায়নি গ্ৰীসের এই ফুটবল ক্লাব। সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছে কেরালা ব্লাস্টার্স।

   

এছাড়াও তাঁদের নজরে রয়েছে স্টেফান সেপোভিচের নাম। উল্লেখ্য, গত ফুটবল মরসুমে মুয়াংথং ইউনাইটেডের হয়ে খেলেছিলেন এই সার্বিয়ান স্ট্রাইকার। তবে সেখানে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি সেপোভিচের। যারফলে বছর চৌত্রিশের এই ফুটবলারের রিলিজ করে দেয় থাইল্যান্ডের প্রথম ডিভিশনের ক্লাব। তাঁর উপরে ও নজর রয়েছেন দক্ষিণের এই ফুটবল ক্লাবের।

সব ঠিকঠাক এগোলে আগামী সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কেরালার ষষ্ঠ বিদেশি ফুটবলারের নাম। উল্লেখ্য, গত কয়েক মাসে নোয়া সাদাউ থেকে শুরু করে আলেকজান্ডার কোয়েফের মতো হেভিওয়েট ফুটবলারদের দলে টেনেছিল কেরালা। যাদের উপস্থিতিতে ডুরান্ড কাপে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে স্ট্যাহরের ছেলেরা। নয়া বিদেশির আগমনে নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী হবে দলের আক্রমণভাগ।