ইউক্রেনের মিডফিল্ডার এনে চমক দিল Kerala Blasters

Kerala Blasters Kaliujhini

সোমবার ইউক্রেনের মিডফিল্ডার ইভান কালিউঝিনি’কে দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা করলো কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এফ কে ওলেকসান্দ্রিয়া থেকে এই ফুটবলার’কে দলে নিলো টাস্কার্স’রা।

চলতি মরশুমে কালিউঝিনি কেরালার সই করা তৃতীয় বিদেশি, এর আগে আক্রমণ ভাগের ফুটবলার আপোস্টোলোস জিনাউ এবং ডিফেন্ডার ভিক্টর মঙ্গিল’কে দলে নিয়েছিলো কেরালা।ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলা এই ফুটবলার ক্লাবে আসায় আরও শক্তিশালী হলো কেরালা দল‌।

   

দলে যোগ দেওয়ার পর সংশ্লিষ্ট ফুটবলার জানিয়েছেন, ” ভারতের অন‍্যতম বড় ক্লাবে যোগ দিতে পেরে অত‍্যন্ত আনন্দিত আমি।নতুন চ‍্যালেঞ্জ গ্রহণ করার জন্য মুখিয়ে আছি।প্রত‍্যোকের সাথে দেখা করার জন্য আমি বেশ উত্তেজিত।ক্লাবের হয়ে নিজেকে উজাড় করে দিতে চাই।”
একসময় ইউক্রেনের অন‍্যতম বড় ক্লাব ডায়নাভো কিয়েভের হয়ে উয়েফা ইউথ লিগে খেলেছেন এই ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন