দলের সঙ্গে দুই সহকারি কোচ যুক্ত করল কেরালা

গত মাসের শেষের দিকেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে এবার এই সুইডিশ কোচের হাতেই উঠেছে দলের দায়িত্ব।…

Kerala Blasters, Bjorn Wesstrom, Frederico Pereira Morais,

গত মাসের শেষের দিকেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে এবার এই সুইডিশ কোচের হাতেই উঠেছে দলের দায়িত্ব। ভারতের এই ফুটবল ক্লাবের দায়িত্ব গ্ৰহনের আগে থাইল্যান্ডের ক্লাব উথাই থানি এফসির দায়িত্ব সামলেছেন বছর আট চল্লিশের এই ম্যানেজার।

Advertisements

এছাড়াও নরওয়ে সহ একাধিক বিদেশি ফুটবল লিগে কোচিং করার অভিজ্ঞতা থেকেছে তার। কিন্তু সাম্প্রতিক সময় দাঁড়িয়ে খুব একটা সাফল্য পাননি তিনি। এই কারণে তাকে কোচ হিসেবে নিয়োগ করার পর একাধিক সমালোচনা দেখা দিয়েছিল ফুটবল মহলে। এসবের পরেও এই বিদেশী কোচের হাত ধরেই ট্রফির খরা মেটানোর স্বপ্ন দেখছে সকলে।

Advertisements

এই কোচের নির্দেশ মেনেই পরবর্তীতে দল বদলের বাজারে খেলোয়াড় খোঁজার কাজ শুরু করেছে ম্যানেজমেন্ট। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের দিকে নজর ছিল তাদের। পূর্বেই জানানো হয়েছিল উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনার কথা। দলের অধিকাংশ ফুটবলারদের রিলিজ করে দেওয়া হলেও তাকে রাখার সিদ্ধান্ত নেয় কেরালা।

এছাড়াও বেশকিছু সুইডিশ ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। সব ঠিকঠাক থাকলে শীঘ্রই ঘোষণা করা হতে পারে তাদের যোগদানের কথা। এসবের মাঝেই দলের সঙ্গে দুই সহকারী কোচকে যুক্ত করল কেরালা ব্লাস্টার্স। ঘন্টাকয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে ঘোষণা করা হয় তাদের নাম।

যাদের মধ্যে একজন হলেন সজর্ন ওয়েস্ট্রোম। আরেকজন হলেন ফ্রেডেরিকো মোরাইস। মূলত সেটপিসের কথা মাথায় রেখেই মোরাইসকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। নতুন মরশুমে আদৌ কতটা সফল হতে পারে দক্ষিণের এই ফুটবল ক্লাব এখন সেটাই দেখার বিষয়।