Indian football news: নয়া সিজনের জন্য মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব। তাঁর নির্দেশ মেনেই দল বদলের বাজার থেকে নিজেদের খেলোয়াড়দের সই করিয়েছে ম্যানেজমেন্ট। চলতি মাসের শুরু থেকেই এই সুইডিশ কোচের তত্ত্বাবধানে থাইল্যান্ডে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছিল দল। সেখানকার ইসান পাতায়া থেকে শুরু করে রাতচাবুরি এফসির মতো ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ও খেলেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।
কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে ডুরান্ড কাপ অভিযান শুরু করবে দল। কিন্তু তার আগেই উঠে আসলো এক নয়া তথ্য। জানা গিয়েছে, কেরালা দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার রাহুল কেপির জন্য আগ্ৰহ প্রকাশ করেছে দুই ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি।
হিসেবে অনুযায়ী আগামী বছর পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ভারতীয় তারকা। তবে ট্রান্সফার ফি দিয়ে আক্রমণভাগের এই ফুটবলারকে পেতে চাইছে আইএসএলের দুই শক্তিশালী ফুটবল ক্লাব। কিন্তু নয়া মরসুমে আদৌ তাঁকে অন্য ক্লাবে পাঠানো হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।
উল্লেখ্য, এই জুলাই মাসের প্রথমেই দলের সঙ্গে থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন রাহুল। অন্যান্য খেলোয়াড়দের মতো অনুশীলনে ও দেখা গিয়েছিল তাঁকে। দলের আপফ্রন্টের শক্তি বাড়াতে অন্যতম ভূমিকা থাকতে চলেছে এই ফুটবলারের।


