কেরালা সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন পোস্ট নোয়া সাদাউয়ের

এবারের সিজনের শুরুতে দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে নোয়া সাদাউকে (Noah Sadaoui) দলে টেনে ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters )। আগের মরসুমে এফসি গোয়ার জার্সিতে তাঁর…

Noah Sadaoui

এবারের সিজনের শুরুতে দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে নোয়া সাদাউকে (Noah Sadaoui) দলে টেনে ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters )। আগের মরসুমে এফসি গোয়ার জার্সিতে তাঁর পারফরম্যান্স দেখেই এই মরোক্কান উইঙ্গারকে চূড়ান্ত করেছিল ম্যানেজমেন্ট। দুইটি মরসুমের জন্য তাঁকে দলে আনায় যথেষ্ট খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। নোয়ার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই প্রভাব ফেলতে শুরু করেছিল দলের আক্রমণভাগে। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। টুর্নামেন্টের শুরু থেকেই যার প্রভাব মিলেছে হাতেনাতে। কিন্তু ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগে ও হোঁচট খেতে হয়েছিল দক্ষিণের এই দলকে।

সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। এমন পরিস্থিতিতে সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরে সহ দলের সাপোর্টিং স্টাফেদের ছাঁটাই করে দিয়েছিল ম্যানেজমেন্ট। তাঁদের অবর্তমানে অন্তবর্তীকালীন কোচ হিসেবে টমাস টচর্জের পাশাপাশি থেক্কাথারা পুরুষোথামণের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। বলতে গেলে তাঁদের হাত ধরেই জয়ের সরণিতে ফিরেছিল কেরালা। কিন্তু দলের মধ্যে একাধিক হাইপ্রোফাইল ফুটবলার থাকা সত্ত্বেও এমন পারফরম্যান্স নিয়ে যে খুব একটা সন্তুষ্ট হবে না দলের সমর্থকরা সেটা বলাই চলে।

   

এক্ষেত্রে কলিঙ্গ সুপার কাপের আগে ডেভিড কাতলার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল ক্লাব। প্রি-কোয়ার্টার ফাইনালে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলকে নাস্তানাবুদ করে পরে রাউন্ডে যাওয়া সম্ভব হলেও বজায় থাকেনি সেই ধারা। পরাজিত হতে হয়েছে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। যার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় কেরালা। তাই আবারও খালি হাতেই সিজন শেষ করে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে এবার দেখা যেতে পারে একাধিক বদল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Noah Wail Sadaoui (@sadaouinoah7)

তাঁর মধ্যেই এবার সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তারকা ফুটবলার নোয়া সাদাউ। ঘন্টা কয়েক আগেই নিজের সোশ্যাল সাইটে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে বেশ কিছু ছবি আপলোড করে তিনি লেখেন, “এই সিজন অনেক কিছু শিখিয়েছে। আবার নতুন করে শুরু করতে হবে। আমি এই বিরতিতে নিজেকে আরও তৈরি করব। ফিরে এসে দলের হয়ে উপযুক্ত পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। যেটা সকলেই আশা করে থাকে‌। সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। সমর্থকদের ভালোবাসা আমার অন্তর ছুঁয়ে গেছে। প্রতিটি কঠিন মরসুমের পিছনে ভালো কিছু অপেক্ষা করে থাকে। এবং প্রত্যেক খেলোয়াড়ের পিছনে সমর্থকদের ভালোবাসা থাকে। যারা কখনই তাদের হাল ছেড়ে দেয়নি। আমি কৃতজ্ঞ, আমি মনোনিবেশ করছি, এবং আমি আরও ভালভাবে ফিরে আসছি। কখনও কখনও খেলা আপনাকে নত. কখনও কখনও এটি আপনাকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরে। সকলকে ধন্যবাদ।”