
মিরান্ডাকে বিদায় জানিয়ে আগামী ফুটবল মরশুমে ওডিশা এফসির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার হাতে। বছর কয়েক আগে যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি। শুধু তাই নয় তার কাঁধে ভর করেই সুপার কাপ জিতেছিল এফসি গোয়া।
কিন্তু গত মরশুমে তিনি চিনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও শেষ পর্যন্ত ভারতে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন লোবেরা। তার সাথে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা অনেকদূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জগন্নাথের রাজ্যে পাড়ি দেন এই স্প্যানিশ কোচ। তারপর থেকেই গোটা ওডিশা দলকে নতুন করে সাজাতে শুরু করেন তিনি।
এক্ষেত্রে দলের একাধিক পুরোনো তারকাদের ছাটাই করে দল গঠন প্রক্রিয়ায় হাত দেন লোবেরা। সেইমতো রানিয়ের ফার্নান্দেজ, পেদ্রো মার্টিন, সউল ক্রেসপো, নন্দকুমার, ধনচন্দ্র ও লালারুথারার মতো খেলোয়াড়দের আগেই ছাটাই করেছিল ওডিশা। তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে তাদের পুরোনো দলের আরও চারজন ফুটবলারকে রিলিজ করে ওডিশা।
যাদের মধ্যে ছিলেন ওসামা মালিক, ডিলান ডিসুজা, অধিনায়ক বিনীত রাই ও রক্ষনভাগের তারকা সেবাস্তিয়ান। শোনা গিয়েছে, এই সমস্ত ফুটবলারদের বদলে নিজের পুরোনো ছাত্রদের দলে টানতে মরিয়া তিনি। সেইমতো মুম্বাই সিটি এফসি থেকে ওডিশায় আসার ক্ষেত্রে প্রায় চূড়ান্ত হয়ে যান দুই তারকা ফুটবলার। যথা মুম্বাই অধিনায়ক মুর্তাজা ফল ও মরোক্কান তারকা আহমেদ জাহু।
তবে এখানেই শেষ নয়। বিশেষ সূত্র মারফত খবর, আগামী মরশুমের কথা মাথায় রেখে কেরালা দলের অন্যতম ভরসাযোগ্য তারকা সাহাল আব্দুল সামাদকে ও নাকি দলে টানতে চাইছে ওডিশা এফসি। উল্লেখ্য, আগামী ২০২৫ পর্যন্ত সামাদের সঙ্গে কেরালার চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে নিতে চাইছে সার্জিও লোবেরার দল।









