Likmabam Rakesh: আইলিগের এই তরুণ ডিফেন্ডারকে এবার দলে টানল কেরালা

Likmabam Rakesh

বর্তমানে নতুন মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। হেভিওয়েট দল গুলির তুলনায় এবার খুব একটা পিছিয়ে নেই কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। আসন্ন সিজেনের কথা মাথায় রেখে এবার এক তরুণ ফুটবলারকে দলে টানল ম্যানেজমেণ্ট। তিনি লিকমবম রাকেশ (Likmabam Rakesh)।

গত সিজেনে আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব নেরকা এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই তরুণ লেফট ব্যাক। খেলেছেন একাধিক ম্যাচ। আগামী তিনটি মরশুমের জন্য তাকে খেলতে দেখা যাবে এই ফুটবল ক্লাবের জার্সিতে।

   

তবে শুধু লেফট-ব্যাক নয়। প্রয়োজন অনুসারে সেন্টার ব্যাক কিংবা লেফট উইংয়ে ও উঠে আসতে সক্ষম এই প্রতিভাবান। আজ ঘণ্টাকয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে ঘোষণা করা হয় এই ফুটবলারের নাম। উল্লেখ্য,গত ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। সার্বিয়ান কোচ ইভান ভুকমানোভিচের তত্ত্বাবধানে অনায়াসেই আইএসএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল এই ফুটবল ক্লাব।

তবে পরবর্তীতে আর চ্যাম্পিয়নশিপে টিকে থাকা সম্ভব হয়নি তাদের পক্ষে। যা প্রবলভাবে হতাশ করেছিল সমর্থকদের। সেজন্য,মরশুম শেষ হতেই তাকে বিদায় জানায় ম্যানেজমেণ্ট। তার বদলে দলে আনা হয় সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তার নির্দেশ মতই এবার নতুন করে সেজে উঠছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সিনিয়র দলের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকে ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তাদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন