ফরাসি ডিফেন্ডারকে দলে টানল কেরালা ব্লাস্টার্স

মিকেল স্ট্যাহরের তত্ত্বাবধানে নতুন সিজনের প্রস্তুতি শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গতবারের ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব। তাই…

alexandre coeff

মিকেল স্ট্যাহরের তত্ত্বাবধানে নতুন সিজনের প্রস্তুতি শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গতবারের ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব। তাই সুইডিশ কোচের নির্দেশ মেনেই খেলোয়াড় চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনে ও চমক দিয়েছে এই শক্তিশালী ক্লাব। সেই তালিকায় যুক্ত হল আলেকজান্ডার কোয়েফের (Alexandre Coeff) নাম।

বুধবার নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলারের যোগদানের কথা ঘোষনা করে ম্যানেজমেন্ট। গত সিজনে ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এস এম কেইনের সঙ্গে যুক্ত ছিলেন এই সেন্টার ব্যাক। তাছাড়াও গ্ৰানাদা সহ ইউরোপের একাধিক ফুটবল ক্লাবের খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। আসন্ন আইএসএলের জন্য তাঁকেই সই করিয়েছে কেরালা ব্লাস্টার্স।‌যা অনেকটাই শক্তিশালী করবে দলের রক্ষণভাগকে।

   

দলের সঙ্গে যুক্ত হয়ে আলেকজান্ডার বলেন, ‘হ্যালো ইয়োলো আর্মি। এমন অভ্যর্থনার জন্য সকলকে ধন্যবাদ। আমি নিজের ফুটবল ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার সাক্ষী খুব কমই হয়েছি। দলের জার্সি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। খুব তাড়াতাড়ি সকলের সাথে দেখা হবে।”

উল্লেখ্য, নোহা সাদাউয়ের পর দ্বিতীয় বিদেশি হিসেবে আলেকজান্ডার কোয়েফকে দলের সঙ্গে যুক্ত করলো কেরালা ব্লাস্টার্স। বর্তমানে দলের সাথে থাইল্যান্ডে যোগ দেওয়া সম্ভব না হলেও আগস্টের প্রথম সপ্তাহেই ভারতে আসতে পারেন এই তারকা ফুটবলার।