Pritam Kotal: বাগান অধিনায়ক প্রীতমকে চুক্তিপত্র পাঠাল কেরালা

vishal kaith and pritam kotal

বিগত কয়েক মরশুম ধরেই হিরো ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট প্রভাব ফেলে আসছেন বাঙালি তারকা ফুটবলার প্রীতম কোটাল (Pritam Kotal)। ভারতীয় দলের পাশাপাশি প্রথমদিকে এটিকে দলের হয়ে ময়দান কাঁপানোর পর শেষ কয়েক বছর এটিকে মোহনবাগান দলের হয়ে খেলেন এই তারকা। এমনকি গত মরশুমে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি আইএসএল ট্রফি ও জেতেন প্রীতম।

Advertisements

তবে আগত ফুটবল সিজনে ঘরের ছেলেকে হয়ত হারাতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। শোনা যাচ্ছিল, আসন্ন মরশুমের জন্য এই বাঙালি ডিফেন্ডার কে দলে টানতে চাইছে কেরালা ব্লাস্টার্স। সব ঠিক থাকলে মোহনবাগান ছেড়ে কেরালার পথেই পা দিতে পারেন প্রীতম।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বেঙ্গালুরু এফসির ঘর ভেঙে প্রবীর দাস কে সই করিয়েছিল কেরালা। যা এক কথায় বিরাট বড় চমক। এবার তাদের নজর মোহনবাগানের প্রীতমের দিকে। শোনা যাচ্ছে, প্রীতম কে দলে পেতে তারা এতটাই আগ্ৰহী যে হরমিপাম কে ছাড়ার পাশাপাশি এই বাঙালি ডিফেন্ডারের বর্তমান বেতনের থেকে আরো ৪০ লক্ষ টাকা বাড়ানোর কথা জানানো হয়েছে।

Advertisements

যারফলে, সমস্ত কিছু নতুন করে ভেবে দেখতে হচ্ছে আইএসএল জয়ী এই অধিনায়ক কে। সেই মর্মেই এবার উঠে আসল নয়া তথ্য। আগামী তিনটি মরশুমের কথা মাথায় রেখে কেরালার তরফ থেকে বিশেষ চুক্তিপত্র পাঠানো হল প্রীতমের কাছে। এবার সমস্ত কিছু খতিয়ে দেখবেন এই তারকা ডিফেন্ডার। তিনি সম্মতি দিলেই কেরালা দলের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হবে প্রীতমের নাম।

কিন্তু থেকে যাচ্ছে একাধিক প্রশ্ন। আদৌ যদি চলে যান প্রীতম, তাহলে এক হবেন বাগানের নতুন অধিনায়ক? তাছাড়া এতো তাড়াতাড়ি কি আদৌ প্রীতমের বিকল্প খোঁজা সম্ভব হবে সবুজ-মেরুনের? তবে এখন সমস্ত কিছুই নির্ভর করছে চুক্তিপত্র দেখে তার সিদ্ধান্তের উপর।