দেখতে দেখতে ভালই স্কোয়াড গড়ে ফেলল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। আর্থিক সমস্যায় থাকা ইন্ডিয়ান সুপার লীগের এই দলটির দল গঠন সংক্রান্ত কৌশল প্রশ্নের মুখে পড়েছিল। সমস্যার মধ্যেও ধীরে ধীরে দল গুছিয়ে নিয়েছে তারা। সম্প্রতি জাপানের এক ফুটবলারকে নিশ্চিত করেছে কেরালা ব্লাস্টার্স।
সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, জাপানের Daisuke Sakai কে দলে চূড়ান্ত করেছে কেরালা ব্লাস্টার্স। ডাইসুকে আক্রমণ ভাগের ফুটবলার। অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবে খেলতে পারেন তিনি। বয়স বেশি না, ২৬ বছর। খেলেছেন জাপানের বয়স ভিত্তিক জাতীয় দলে।
From the Land of the Rising Sun to the Queen of the Arabian Sea! 🇯🇵
Welcome, Daisuke Sakai! 💛
The signing is subject to medicals.#SwagathamDaisuke #KBFC #KeralaBlasters pic.twitter.com/jGrzt9lQTI
— Kerala Blasters FC (@KeralaBlasters) September 2, 2023
২০২২-২৩ মরসুমে থাই ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন Daisuke Sakai। সেখানকার ক্লাব কাস্টমস ইউনাইটেডের হয়ে চিল্লিশের কাছাকাছি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন প্রায় দশটি গোল। থাইল্যান্ড ছাড়াও বেলজিয়াম এবং জাপানের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
দেশের হয়ে খেলেছেন বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ। অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ২০ ফুটবল দলের হয়ে দেশের প্রতিনিধত্ব করেছেন Daisuke Sakai। AFC অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে পেয়েছিলেন স্বর্ণ পদক।