East Bengal: অমীমাংসিত ফলাফলে ইন্টার কাশির সাথে ম্যাচ শেষ করল লাল-হলুদ

গত মরশুম খুব একটা সুখকর না হলেও এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে মশাল (East Bengal) ব্রিগেড।

East Bengal Reserve 1 - 1 Inter Kashi

গত মরশুম খুব একটা সুখকর না হলেও এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে মশাল (East Bengal) ব্রিগেড। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পাশাপাশি প্রিমিয়ার ডিভিশন লিগে এখনো পর্যন্ত অপরাজিত লাল-হলুদ ব্রিগেড। এবছর কলকাতা লিগে নিজেদের রিজার্ভ দলের ফুটবলারদের খেলালেও খুব একটা হতাশাজনক পারফরম্যান্স থাকেনি দলের।

প্রথম ম্যাচে রেনবো এফসির বিপক্ষে গোলশূন্যভাবে আটকে গেলেও পরবর্তীতে ওয়েস্টবেঙ্গল পুলিশ দলের বিপক্ষে সহজ জয় পায় ইস্টবেঙ্গল জুনিয়র দল। তারপর খিদিরপুর ক্লাব থেকে শুরু করে রেলওয়ে এফসি হোক কিংবা উয়াড়ী অ্যাথলেটিক্স সকলের বিপক্ষেই এসেছে সহজ জয়। মাঝে বিএসএস দলের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করলেও পরবর্তীকালে এরিয়ান দলের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে ফের ছন্দে ফেরে ইস্টবেঙ্গল ক্লাব।

সেই থেকে এখনো ছন্দে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। শেষ ম্যাচে কলকাতা কাস্টমস দলের বিপক্ষে ও সহজ জয় তুলে নিয়েছে বিনো জর্জের ছেলেরা। অন্যান্য সময় আমন সিকে থেকে শুরু করে কুশ ছেত্রী কিংবা অভিষেক কুঞ্জমের মতো ফুটবলাররা মাঠে আগুন ঝড়াতে সক্ষম হলেও সেই ম্যাচে যথেষ্ট অফ কালার থাকলেও বাজিমাত করে যান মহিতোষ রাজবংশী। তার করা একমাত্র গোলেই কলকাতা কাষ্টমস দলকে পরাজিত করে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। যারফলে, অনেকটাই নিশ্চিত তাদের সুপার সিক্স। এসবের মাঝেই এবার আইলিগের নয়া দল ইন্টার কাশির সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলল লাল-হলুদ রিজার্ভ ফুটবল দল।

নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলের ফলাফলে শেষ হয় সেই ম্যাচ। লাল-হলুদের জার্সিতে গোল করেন ভানলালপেকা গুইতে ও ইন্টার কাশির জার্সিতে গোল করেন ইশান দে। উল্লেখ্য, এবারের এই আইলিগ মরশুম শুরু করার আগে গত কয়েকদিন ধরেই কলকাতায় প্রস্তুতি শিবির চালাচ্ছে এই নয়া দল। তার আগে আজকের এই ম্যাচ যথেষ্ট প্রভাব ফেলতে পারে দলের অন্দরে।