আসন্ন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএসএলে ক্লাব গুলি। সেক্ষেত্রে দলবদলের বাজারে সকলেই চাইছে নিজেদের পছন্দের ফুটবলারকে দলে আনতে। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মোহনবাগান, ইমামি ইস্টবেঙ্গল হোক কিংবা ওডিশা। এমনকি পিছিয়ে নেই ইভান ভুকোমানোভিচের কেরালা (Kerala Blasters)।
দিনকয়েক আগেই বেঙ্গালুরু এফসির থেকে প্রবীর দাস কে ছিনিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। জানা গিয়েছে, বিপুল অর্থের বিনিময়ে তাদের প্রতিপক্ষ দল বেঙ্গালুরু ছেড়ে কেরালার পথে পা বাড়িয়েছেন দেশের এই তারকা ফুটবলার। তবে সেখানেই শেষ নয়, এবার আরও এক ফুটবলারের দিকে নজর পড়ল কেরালার।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এবার নাকি মহামেডান স্পোর্টিং দলের তারকা ফুটবলার ওয়েন ভাজের উপর নজর রাখছে আইএসএলের এই দল। মূলত নিজেদের রক্ষনভাগ কে মজবুত করার ক্ষেত্রে ২৮ বছরের এই ডিফেন্ডার কে দলে আনতে চায় কোচ ইভান ভুকোমানোভিচ। সেইমতো তার সাথে কথাবার্তা ও নাকি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। বর্তমানে তিনি মহামেডান দলের সাথে চুক্তিবদ্ধ থাকলেও চলতি মে মাসেই নাকি শেষ হচ্ছে সেই চুক্তির মেয়াদ। তাই সেই সুযোগ কে কাজে লাগিয়েই এই ফুটবলার কে পেতে চায় কেরালা।
বলাবাহুল্য, শেষ আইএসএল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি শচীন তেন্ডুলকরের এই দল। বহু লড়াই করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেও বেঙ্গালুরু এফসির কাছে বিতর্কিত ভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। এখন সেইসব ভুলে আসন্ন মরশুমে ভালো ফল করাই একমাত্র লক্ষ্য তাদের।