পাঁচ ফুটবলারকে ছাড়ল কেরালা ব্লাস্টার্স, কোথায় গেলেন সকলে?

ডুরান্ড কাপের অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গ্ৰুপ পর্বে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে অনায়াসেই দল চলে…

Likmabam Rakesh - Punjab FC Bikash Singh - Mohammedan SC Thomas Cherian - Churchill Brothers Muhammad Ajsal - Gokulam Kerala FC Mohammed Arbaz - Real Kashmir FC

ডুরান্ড কাপের অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গ্ৰুপ পর্বে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে অনায়াসেই দল চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। তবুও শেষ রক্ষা হয়নি। বেঙ্গালুরু এফসির কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। যা কিছুটা হলেও হতাশ করেছিল সমর্থকদের। কিন্তু সেই হতাশা কাটিয়ে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য মিকেল স্ট্যাহরের ছেলেদের।

   

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৫ই সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে কেরালা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি‌। সব দিক মাথায় রেখেই এখন জোর কদমে অনুশীলন চালাচ্ছেন আদ্রিয়ান লুনারা। এমনকি গত কয়েকদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছে দলের ষষ্ঠ বিদেশির নাম। সব ঠিকঠাক থাকলে শীঘ্রই দলের প্রথম একাদশে দেখা যাবে সেই ফুটবলারকে। এসবের মাঝেই উঠে আসলো নয়া তথ্য।

নয়া আইএসএল মরসুমের কথা মাথায় নিজেদের দলের পাঁচ ফুটবলারকে ছাড়ল কেরালা ব্লাস্টার্স‌। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে লোন ডিলের মাধ্যমে অন্যত্র পাঠানো হয়েছে তাঁদেরকে। গত মঙ্গলবার নিজেদের সোশ্যাল সাইটে সেই কথাই জানিয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছেন লিকমাবাম রাকেশ, বিকাশ সিং, টমাস চেরিয়ান, মুহাম্মদ আজসাল এবং মোহাম্মদ আরবাজ।

যাদের মধ্যে মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে এবার আইএসএল খেলবেন বিকাশ সিং। গত কয়েকদিন আগেই সাদা-কালো ব্রিগেডের তরফে জানানো হয়েছে তাঁর যোগদানের কথা। পাশাপাশি পাঞ্জাব এফসির জার্সিতে প্রথমবারের মতো দেশের প্রথম ডিভিশন লিগে খেলতে পারেন লিকমাবাম রাকেশ। অপরদিকে আইলিগ খেলবেন বাকি তিন ফুটবলার। যাদের মধ্যে টমাস চেরিয়ান যোগদান করবেন চার্চিল ব্রাদার্সে, মুহাম্মদ আজসাল যোগ দেবেন গোকুলাম কেরালা এফসিতে এবং মোহাম্মদ আরবাজ খেলবেন রিয়াল কাশ্মীর এফসিতে।