HomeSports Newsএই চার বিদেশিকে রেখেই দল সাজাতে চলেছে কেরালা ব্লাস্টার্স

এই চার বিদেশিকে রেখেই দল সাজাতে চলেছে কেরালা ব্লাস্টার্স

- Advertisement -

শেষ মরসুমটা যথেষ্ট হতাশাজনক ভাবে কেটেছে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। প্রথমদিকে বহু পরিকল্পনা নিয়ে সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। বিশেষ করে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে পরাজিত হয়েই অভিযান শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। দ্বিতীয় ম্যাচে জয় আসলেও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। যার প্রভাব পড়েছিল পরবর্তী লিগের পয়েন্ট টেবিলে। অন্যান্য দল গুলির তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল কেরালা ব্লাস্টার্স। এমন পরিস্থিতিতে স্ট্যাহরে সহ বিদায় জানানো হয়েছিল সকল সাপোর্টিং স্টাফেদের।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থেক্কাথারা পুরুষোথামণ এবং টমাস টচর্জ দলের দায়িত্ব পালন করায় জয়ের সরণিতে ফিরতে সক্ষম হয়েছিল এই ফুটবল ক্লাব। কিন্তু সুপার কাপ শুরু হওয়ার আগেই ডেভিড কাতলার হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। এই নয়া কোচের তত্ত্বাবধানে সুপার কাপের প্রথম ম্যাচে জয় আসলেও দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যারফলে খালি হাতেই শেষ হয়েছিল মরসুম। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে আসন্ন মরসুমে নিজেদের ছন্দ ফেরাতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। সেইমতো ঘর গোছাতে মরিয়া কেরালা।

   

সেক্ষেত্রে একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে তাঁদের। দেশীয় ফুটবলারদের পাশাপাশি এক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে। তবে যতদূর খবর, শেষ মরসুমের চার বিদেশি ফুটবলারদের দলে রেখেই হয়তো পরিকল্পনা সাজাতে পারেন ডেভিড কাতলা। যাদের মধ্যে থাকতে পারেন নোয়া সাদাউ থেকে শুরু করে ডুসান ল্যাগেটর, জেসুস জেমিনেজের মতো তারকা। এছাড়াও সব ঠিকঠাক থাকলে অন্যান্য সিজন গুলির মতো দলে দেখা যেতে পারে উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনাকে। যদিও সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে এই গোটা পরিস্থিতি। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের তরফে খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে দলের বাকি বিদেশি ফুটবলারদের নাম।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular