এবারের ফুটবল মরশুমের শেষে সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। বেশকিছু সিজনেএই বিদেশী কোচের তত্ত্বাবধানে লড়াই করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। যার মধ্যে বেশ কয়েকবার প্লে-অফেও উঠেছিল দল। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। সহজেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের।
একইভাবে এই সিজনে দল অনেক আগেই প্লে-অফ নিশ্চিত করলেও শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। স্বাভাবিক ভাবেই তা হতাশ করেছে সমর্থকদের। তাই নতুন মরশুমে একেবারে নতুনভাবে গোটা দলকে সাজানোর পরিকল্পনা নিয়েছে ম্যানেজমেন্ট।
নিজেদের পুরোনো ফুটবলার আদ্রিয়ান লুনা ছাড়া তেমন কোনও বিদেশি ফুটবলারের সঙ্গে এখনো চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি ক্লাব। আসলে নতুন কোচের তত্ত্বাবধানেই সেজে উঠবে গোটা দল। সেইমতো গত কয়েকদিন আগে সুইডিশ কোচ মিকেল স্টেহরের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। এই ভারতীয় ফুটবল ক্লাবের দায়িত্বে আশার আগে ইউরোপের একাধিক দেশের কোচিং করিয়েছেন তিনি। কিন্তু গত কয়েক মরশুমে প্রথম টায়ারের একাধিক দলের দায়িত্ব থাকলেও সেভাবে কোনো সাফল্য আসেনি তার ঝুলিতে। কিন্তু তার ট্রাক রেকর্ড দেখে নিজেদের দলের দায়িত্ব তুলে দিয়েছে কেরালা ম্যানেজমেন্ট।
এই সুইডিশ কোচের হাত ধরেই প্রথম ট্রফি জেতার স্বপ্ন দেখছে দক্ষিনের এই ফুটবল ক্লাব। কিন্তু এই ভারতীয় ক্লাবের দায়িত্বে আসার পর প্রতি মরশুমে কেমন পারিশ্রমিক পাবেন এই বিদেশী কোচ? যতদূর জানা গিয়েছে, এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তির ভিত্তিতে প্রতি মরশুমে প্রায় তিন কোটি টাকা বেতন দেওয়া হবে মিকেল স্টেহরেকে।
তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে তার কোচিংয়ের ভিত্তিতে সেই অর্থ বাড়ানো সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। তবে এবার কোচের নির্দেশ মতো ঠিক কোন কোন বিদেশী ফুটবলারদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট, এখন সেটাই দেখার।