HomeSports Newsএরিকসনকে দলে নেওয়ার চেষ্টায় কেরালা ব্লাস্টার্স?

এরিকসনকে দলে নেওয়ার চেষ্টায় কেরালা ব্লাস্টার্স?

- Advertisement -

দল বদলের জল্পনায় কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে যুক্ত হচ্ছে একের পর এক ফুটবলারের নাম। এবার সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা ম্যাগনাস এরিকসন (Magnus Eriksson) নামের এক ফুটবলারকে কেন্দ্র করে। সুইডেনের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের।

   

জেমি ম্যাকলারেনকে সই করানোর দৌড়ে কেরালা ব্লাস্টার্স!

কেরালা ব্লাস্টার্সকে কেন্দ্র করে একের পর এক জল্পনা। আসন্ন মরসুমে নতুন করে স্কোয়াড গোছাচ্ছে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব। দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন একাধিক বিদেশি ফুটবলার। ক্লাব শেষ পর্যন্ত কাদের চূড়ান্ত করবে বা করার পথে রয়েছে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাতে অবশ্য জল্পনা থেমে নেই।

 

কে এই Magnus Eriksson?

ম্যাগনাস এরিকসন সুইডেনের ফুটবলার। খেলেছেন জাতীয় দলের হয়ে। খেলেন মূলত মিডফিল্ডে। ৩৪ বছর বয়সী এই সুইডিশ খেলেছেন একাধিক ক্লাবে। কেরিয়ার জুড়ে করেছেন বেশ কিছু গোল। চকিতে শট নিয়ে বল জালে জড়ানোর ক্ষমতা রয়েছে তাঁর। বিভিন্ন দেশের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। চীনেও খেলে গিয়েছেন। সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম, ইউনাইটেড স্টেটস-এ খেলার অভিজ্ঞতা রয়েছে। মেজর লিগ সকারে খেলেছেন স্যান হোসে আর্থকোয়েকসের হয়ে।

আই লিগ জয়ী ফুটবলারকে বিদায় জানাল ISL ক্লাব

ক্লাব কেরিয়ারে জিতেছেন একাধিক খেতাব। ব্যক্তিগত দক্ষতার জোরে পেয়েছেন বেশ কিছু পুরস্কার। ২০২১ সালে ছিলেন কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে। এই মরসুমে জিতেছিলেন সুইডেনের ফুটবল লিগের সেরা মিডফিল্ডার, সেরা প্লেয়ার, সবথেকে বেশি গোলের পাস বাড়ানো ফুটবলার হওয়ার সম্মান। ২০১৪ সালে হয়েছিলেন টপ স্কোরার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular