ঘুরে দাঁড়াতে চাইছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ২০২৩-২৪ মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে দল গঠন করতে চাইছে ক্লাব। জোরদার হতে পারে খেলার বাস্টার্সের আক্রমণভাগ।
২০২৩-২৪ মরসুমের শুরু থেকে সমস্যায় জর্জরিত ছিল কেরালা বাস্টার্স। মরসুমের শুরু থেকে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল ক্লাব। স্কোয়াডের একাধিক তারকা ফুটবলারকে বিদায় জানাতে হয়েছিল। তারপর নতুন ফুটবলারদের সই। সব মিলিয়ে সিজনের শুরুতেই একের পর এক ধাক্কা সামলাতে হয়েছিল ক্লাবকে।
Des Buckingham: ভারতের পর ইংল্যান্ডে গিয়েও কাপ জিতলেন কোচ
এ বছর শেষ হওয়া মরসুমের ধাক্কা সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে কাজ শুরু করে দিয়েছেন কেরালা বব্লাস্টার্সের কর্তারা। গতকালই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হলুদ জার্সিতেই নতুন মরসুমে খেলবেন তারকা বিদেশি আদ্রিয়ান লুনা। ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিকভাবে ভাল খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম এই আদ্রিয়ান লুনা। তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ অনেকটা বাড়িয়ে নিয়েছে ক্লাব।
পরের মরসুমে কেরালা ব্লাস্টার্স দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এফসি গোয়ার হয়ে খেলা নোয়াহ সাদাউকে। এফসি গোয়ার হয়ে কম সময়ের মধ্যে নজর কেড়েছিলেন ছটফটে এই বিদেশি। সব ঠিক থাকলে কেরালা ব্লাস্টার্সের আক্রমণভাগে লুনার সঙ্গে জুটি বাঁধতে পারেন নোয়াহ।
Luna in 🟡🔵 until 2027 – How are you feeling Blasters Fam?🔥
Drop an emoji to express your feels.💛#KeralaBlasters #KBFC #LunaEclipse #LunaStays pic.twitter.com/aTnj4bbSoG— Kerala Blasters FC (@KeralaBlasters) May 18, 2024
Sankarlal Chakraborty: শঙ্করলাল প্রকাশ্যে আনলেন ‘মশাল’ নেভানোর পরিকল্পনার কথা
২০২৩-২৪ মরসুম শেষে ইভান ভুকামানোভিচকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স। নতুন কোচ নিয়োগ করার কাজ এখনো বাকি রয়েছে। এছাড়াও দলে একাধিক নতু বিদেশি ফুটবলারকে দেখার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে পরের মরসুমে শক্তিশালী স্কোয়াড গঠন করে চমক দিতে পারে কেরালা ব্লাস্টার্স।