কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল ক্লাবের দল গঠন নিয়ে আরও একটা আপডেট। এবার আন্তর্জাতিক স্তর থেকে ইন্ডিয়ান সুপার লীগের এই দল সম্পর্কে আপডেট পাওয়া গিয়েছে। কলম্বিয়ার এক ফরোয়ার্ডের সঙ্গে ক্লাব কথা চালাচ্ছে বলে খবর। যদিও এখনই চূড়ান্ত করে কিছু বলা যাচ্ছে না।
ফুটবল প্রেমীদের আলোচনায় হঠাৎ ঢুকে পড়েছে Damir Ceter Valencia’র নাম। কলম্বিয়ার এই ফরোয়ার্ডের সঙ্গে কেরালা ব্লাস্টার্স কথা চালাচ্ছে বলে খবর। ভ্যালেন্সিয়ার সঙ্গে কেরালার দলটি ছাড়াও আরো একটি ক্লাবের অফার রয়েছে বলে সামাজিক মাধ্যেমে করা একটি পোস্টে দাবি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় করা এই পোস্ট অনুযায়ী, দামিরকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব এবং আর্জেন্টিনার ক্লাব সেন্ট্রাল কর্ডোবা।
কে এই Damir Ceter Valencia? ভ্যালেন্সিয়ার এই ফুটবলার খেলেছেন মূলত ইতালিয়ান লীগে। ইতালির সর্বোচ্চ ফুটবল লীগ সিরি এ-তে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। কেরিয়ারের শুরুর দিকে ইতালির নামকরা ক্লাব ক্যাগিলারিতে ছিলেন তিনি। খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। তবে খুব একটা সাফল্য পাননি। ২০২২ সালে তিনি যোগ দিয়েছিলেন সিরি বি ডিভিশনের ক্লাব বারি-তে। কলম্বিয়ার অনূর্ধ্ব কুড়ি জাতীয় দলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ, করেছেন গোল। তবে সিনিয়র ফুটবলার হিসেবে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ২৫ বছর বয়সী এই ফুটবলার।
🚨 Tras salir libre de #Bari, Damir Ceter (25) tenía ofertas de #KeralaBlasters 🇮🇳 y #CentralCórdoba 🇦🇷; pero –ante la oportunidad–, priorizó al #Junior. La negociación está muy avanzada, como contó @titopuccettic 🔜🇨🇴
👀 En caso de cerrar los últimos detalles firmará por un año pic.twitter.com/UGAA3zQEV1
— Pipe Sierra (@PSierraR) July 31, 2023
আসন্ন মরসুম শুরু হওয়ার আগে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবে আর্থিক সমস্যা রয়েছে বলে শোনা গিয়েছে। একাধিক তারকা ফুটবলারকে তারা বিদায় জানিয়েছে। গতবার ভালো খেলা একাধিক বিদেশি ফুটবলারদেরকেও ইতিমধ্যে বিদায় জানিয়েছে ক্লাব। প্রায় নতুন করে সাজানো হচ্ছে স্কোয়াড। Damir Ceter ভারতে আসেন কি না সেটা বলবে সময়। আপাতত বিদেশি স্ট্রাইকারকে দলে নেওয়ায় চেষ্টায় রয়েছে ক্লাব, এমনটাই দাবি সামাজিক মাধ্যমে।