মাঝে মধ্যেই আলোচনার কেন্দ্র উঠে আসছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সমস্যার মধ্যে থাকা এই ক্লাবটি কেমন দল গঠন করে সেদিকে ফুটবল প্রেমীরা তাকিয়ে রয়েছেন। ট্রান্সফার উইন্ডো খোলার কিছু পর থেকে স্কোয়াডের একের পর ফুটবলারকে রিলিজ করেছে কেরালা ব্লাস্টার্স। তেমনই ধীরে ধীরে নতুন করে সাজানো হচ্ছে স্কোয়াড। ঘরের ছেলেদের ওপর যেমন ক্লাব আস্থা রাখছে, তেমনই দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ ফুটবলারদের।
শোনা গিয়েছিল যে ভালো মানে বিদেশি অ্যাটাকর এবং রক্ষণভাগের ফুটবলারের সন্ধানে রয়েছে ক্লাব। একাধিক হাইপ্রোফাইল বিদেশির নাম ইতিমধ্যে শোনা গিয়েছে। যার মধ্যে অন্যতম Diego González। ফুটবল মহলে গুঞ্জন, স্প্যানিশ এই সেন্টার ব্যাককে দলে নেওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়ান সুপার লীগে দল কেরালা ব্লাস্টার্স। শেষ পর্যন্ত তিনি ভারতে আসেন কি না সিটার উত্তর রয়েছে সময়ের গহ্বরে।
তবে Diego González খেলার মধ্যে রয়েছেন এবং ফর্মেও রয়েছেন। অন্য ক্লাবের প্রস্তাবও তার কাছে রয়েছে বলে শোনা যাচ্ছে। এখন স্পেনের অন্যতম নামকরা ক্লাব এলচের সঙ্গে যুক্ত। তবে ক্লাব তাকে এখনো ছাড়েনি। ছাড়বে কি না সেটাও এখন ঠিক না।
একাধিক ক্লাবে দলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু স্প্যানিশ ক্লাবটি তাদের নির্ভরযোগ্য ফুটবলারকে ওতো সহজে ছাড়তে রাজি নয়। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার অতীতে খেলেছেন সেভিয়া, মালাগা, ক্যাদিজের মতো বড় কিছু ক্লাবে।
El defensa gaditano Diego González tiene ofertas de @RacingFerrolsad y @AlbaceteBPSAD, pero afirma @informacion_es que no satisfacen al @Elchecf. El central podrá salir si sus pretendientes mejoran su oferta #SegundaDivision pic.twitter.com/MXMnqIFAc5
— ⚽TODO FICHAJES⚽ (@solofichajes123) August 18, 2023

