ম্যাচ জেতার পর কী বলছেন সোম কুমার? জানুন

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের…

Som Kumar

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। গতবছর আইলিগ জেতার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগ খেলা ছাড়পত্র পেয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাব। প্রথম থেকেই অনবদ্য পারফরম্যান্স করে আসছে মহামেডান। এদিন এই দলের বিপক্ষেই খেলতে নেমেছিল প্রীতম কোটালদের কেরালা‌। একটা সময় সেই ম্যাচে পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে জয় সুনিশ্চিত করে দক্ষিণের এই ক্লাব।

প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে ধরা দেয় মিকেল স্ট্যাহরের ছেলেরা। তারপর কোয়েমি পেপড়া এবং জেসুস জেমিনেজের গোলে জয় সুনিশ্চিত করে আইএসএলের এই ফুটবল ক্লাব। যারফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে এই ফুটবল দল। অপরদিকে ৪ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে নেমে আসতে হয় মহামেডান স্পোর্টিং দলকে। সেই মেয়ে কিছুটা হলেও হতাশ সাদা-কালো সমর্থকরা।

   

উল্লেখ্য, এই ম্যাচের প্রথমার্ধে সাদা-কালো ফুটবলারদের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রভাব বিস্তার করতে শুরু করে কেরালা। বিশেষ করে কোয়েমি পেপড়ার গোলের পর থেকেই আক্রমণের তেজ বাড়িয়ে দেয় নোয়া সাদাউরা। সুযোগ বুঝে পাল্টা আক্রমণে মহামেডান দল উঠে আসতে শুরু করলেও পুনরায় গোলের মুখ খোলা সম্ভব হয়নি। গোলরক্ষক সোম কুমারের দক্ষ হাতে বারংবার আটকে যেতে হয় অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে কার্লোস ফ্রাঙ্কাদের।

না হলে অন্যরকম হতেই পারতো খেলার ফলাফল‌। ম্যাচ শেষে আইএসএলকে দেওয়া সাক্ষাৎকারে এই তরুণ গোলরক্ষক বলেন, ” আমাদের দলের জন্য এই তিনটি পয়েন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল‌।‌ এই সাফল্য সহজেই দলের ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে‌। আমরা এবার পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে চাই। সেখানে ও ভালো পারফরম্যান্স করতে চাই। প্রথমার্ধে পেনাল্টি থেকে আমরা পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে আমাদের দল ফিরে আসে। তারপর জয় নিশ্চিত হয়। দলের পারফরম্যান্সে সকলেই যথেষ্ট খুশি।”