নতুন কোচের নাম ঘোষণা করল কেরালা, কার হাতে উঠল দায়িত্ব?

অবশেষে এবার নিজেদের নতুন কোচের নাম ঘোষনা করল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল ক্লাব। ঘন্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথাই ঘোষণা করা তাদের…

Kerala Blasters appoint Mikael Stahre

অবশেষে এবার নিজেদের নতুন কোচের নাম ঘোষনা করল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল ক্লাব। ঘন্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথাই ঘোষণা করা তাদের তরফ থেকে। যারফলে, আগত ফুটবল মরশুম থেকে দক্ষিণের এই ক্লাবের দায়িত্ব নিতে চলেছেন মিকেল স্টেহরে।

এবার এই সুইডিশ কোচের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে আদ্রিয়ান লুনারা। ভারতের এই ফুটবল ক্লাবের দায়িত্ব গ্ৰহনের আগে থাইল্যান্ডের ক্লাব উথাই থানি এফসির দায়িত্ব সামলেছেন বছর আট চল্লিশের এই ম্যানেজার। এছাড়াও নরওয়ে সহ একাধিক বিদেশি ফুটবল লিগে কোচিং করার অভিজ্ঞতা থেকেছে এই কোচের।

   

CFL: ইস্টবেঙ্গল-প্রাক্তনী শুভঙ্কর খেলবেন মেসার্সের হয়ে

নতুন সিজনের জন্য এই কোচের নির্দেশ মেনেই এবার দল সাজাবে ম্যানেজমেন্ট। মূলত, তার নির্দেশ মেনেই একাধিক দেশি-বিদেশি ফুটবলারদের দিকে নজর রাখতে শুরু করেছে ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। উল্লেখ্য, গতবারের পর এবছর আইএসএলের প্লে-অফ নিশ্চিত করলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি কেরালা দলের পক্ষে। যা নিঃসন্দেহে হতাশাজনক পরিস্থিতি থেকেছে সমর্থকদের কাছে‌। তাই মরশুম শেষ হতেই কোচ ইভান ভুকমানোভিচকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট।

‘টপ গোলস্কোরার’কে বিদায় জানাল ISL ক্লাব

তারপর থেকেই উঠে আসতে শুরু করে একাধিক বিদেশি কোচের নাম। জার্মানির পাশাপাশি স্কটল্যান্ডের একাধিক হাইপ্রোফাইল কোচের সঙ্গে কথাবার্তা ও শুরু করা হয়েছিল তাদের তরফ থেকে। তবে শেষ পর্যন্ত এই সুইডিশ কোচকেই চূড়ান্ত করল দল।