মহামেডান সমর্থকদের কাণ্ডে হতবাক ফুটবলপ্রেমীরা, অভিযোগ দায়ের কেরালার

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল মহামেডান এসসি (Mohammedan SC)। সেখানেই ঘটল যত কাণ্ড। ৮ মিনিটের…

Kerala Blasters FC lodge complaint against Mohammedan SC

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল মহামেডান এসসি (Mohammedan SC)। সেখানেই ঘটল যত কাণ্ড। ৮ মিনিটের বেশি সময় ধরে বন্ধ রাখা হল খেলা। যদিও প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও, ম্যাচ শেষে হাসি তিন পয়েন্ট পেল কেরালা ব্লাস্টার্স। ঘরের মাঠেই ১-২ গোলে হার মহামেডানের। এই ম্যাচেই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল সাদা-কালো ব্রিগেডের। মাঠে উড়ে এল জলের বোতল থেকে জুতো। মহামেডান সমর্থকদের এই আচরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কেরালা ব্লাস্টার্স (Kerala Blaster FC lodge Complaint)।

প্রথমবার আইএসএলে সুযোগ পাওয়া দল মহামেডানের দিকে নজর রয়েছে সকলের। বিশেষত অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ন এফসিকে হারানোর পর থেকেই অরিতিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল চেরনিশভের দল। রবিবার নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। প্রতিপক্ষ ছিল কেরালা ব্লাস্টার্স এফসি। দলকে সমর্থন করতে মাঠে উপস্থিত ছিল কেরালার ফ্যানবেসের কিছু সমর্থক। কলকাতায় দলকে সমর্থন করতে এসে তিক্ত অভিজ্ঞতা হল তাঁদের।

   

ম্যাচের ৭৫ মিনিটে কেরালার দ্বিতীয় গোলের পর মহামেডানের গ্যালারি থেকে কেরালার সমর্থক এবং মাঠের দিকে ছোঁড়া হয় জুতো, জলের বোতল। এমনকি মাঠে উপস্থিত সাংবাদিকদের দিকেও উড়ে আসে বোতল। ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে মহামেডান সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। এরপরই ৮ মিনিটের বেশি সময় ম্যাচ বন্ধ রাখা হয়। সাদা-কালো ব্রিগেডের ফুটবলার থেকে কর্ম কর্তারা দলের সমর্থকদের কাছে আবেদন করে এই ধরনের ঘটনা না করার। এমনকি মাঠে উপস্থিত ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল কর্তারাও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর কেরালার সর্মথকদের অন্য গ্যালারিতে সরিয়ে আনা হয়।

এই ঘটনার জেরে কেরালা ব্লাস্টার্সের পক্ষ থেকে ঘটনার বিরোধিতা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের সমর্থকদের উপর আক্রমণের যে খবর এসেছে, তাতে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। প্রতিটা ক্লাবেরই দায়িত্ব অন্য ক্লাবের সমর্থকদের জন্য নিরাপদ পরিবেশের ব্যবস্থা করা। এই ধরনের ঘটনার ফুটবলে স্থান নেই। ফুটবলার ও ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে।”

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে সাদা-কালো ব্রিগেডের কোচ আন্দ্রে চেরনিশভ কাঠগড়ায় তুললেন রেফারিকে। ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চনার অভিযোগ তুললেন। তিনি বলেন, “আমরা আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলেছি। ওরা দশ বছরেরও বেশি এই লিগে খেলছে। ওদের খুব ভালো ভালো খেলোয়াড় আছে। তা সত্ত্বেও আমরা শুরুটা ভাল করেছি। ওরা শক্তিশালী দল হওয়া সত্ত্বেও প্রথমার্ধে আমরাই খেলাটা নিয়ন্ত্রণ করেছি এবং গোলও করি।”

ম্যাচ শেষেও কিশোরটি ভারতী স্টেডিয়ামের বাইরের পরিস্থিতি বেশ কিছুক্ষন উত্তপ্ত ছিল। পরে কলকাতা পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলের সমর্থকদের এই আচরণের জন্য বড়সড় জরিমানা দিতে হতে পারে আইএসএলে সুযোগ পাওয়া দল মহামেডানকে। তবে জরিমানার অঙ্ক কত হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি লিগ ম্যানেজমেন্টের তরফে।