Kerala Blasters: দু’বছরের চুক্তিতে এই ভারতীয় তারকাকে দলে টানার পথে কেরালা

ডুরান্ডে হতাশাজনক পারফরম্যান্সের পর আইএসএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। কিন্তু সেটা সম্ভব হয়নি। পাঞ্জাব এফসির কাছে ধাক্কা খেয়েই টুর্নামেন্ট শুরু করেছিল…

Bipin Singh Thounaojam

ডুরান্ডে হতাশাজনক পারফরম্যান্সের পর আইএসএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। কিন্তু সেটা সম্ভব হয়নি। পাঞ্জাব এফসির কাছে ধাক্কা খেয়েই টুর্নামেন্ট শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব।‌ দ্বিতীয় ম্যাচ থেকে দল জয় ফিরলেও খুব একটা বজায় থাকেনি সেই ধারা। ম্যাচ এগোনোর সাথে সাথেই পরাজয়ের সংখ্যা বাড়তে শুরু করেছিল কেরালা ব্লাস্টার্সের। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। বিগত কয়েক বছরে যথেষ্ট সক্রিয়তার সাথে সুপার সিক্সের লড়াইয়ে থাকলেও এমন পারফরম্যান্সের জন্য এবার অনিশ্চিত হয়ে যায় সুপার সিক্স।

এমন পরিস্থিতিতে সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের পাশাপাশি তাঁর সাপোর্টিং স্টাফেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যানেজমেন্ট। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থেক্কাথারা পুরুষোথামনদের তত্ত্বাবধানে টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলি খেলছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। স্ট্যাহরের বিদায় নেওয়ার পর এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে‌ আদ্রিয়ান লুনারা। যার মধ্যে তিনটি জয়ের পাশাপাশি একটি ম্যাচ ড্র করার পাশাপাশি একটিতে পরাজিত হয়েছে কেরালা। যা নিয়ে কিছুটা হলেও ইতিবাচক মনোভাব দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।

   

এখনও পর্যন্ত দলের নতুন কোচ চূড়ান্ত না হলেও উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে একাধিক বদল আনতে তৎপর ছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেইমতো গত কয়েক সপ্তাহের মধ্যেই বেশকিছু নতুন ফুটবলারদের দলে টেনেছে ম্যানেজমেন্ট। তবে সেখানেই শেষ নয়। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দলের আক্রমণভাগকে শক্তিশালী করতে বেশকিছু ভারতীয় ফুটবলারদের দিকে নজর ছিল কেরালার‌। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল বিপিন সিংয়ের নাম।

হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই তারকা। এমনকি চলতি সিজনে ও মুম্বাই সিটি এফসির জার্সিতে খেলে ফেলেছেন একাধিক ফুটবল ম্যাচ। শোনা যাচ্ছে, আগামী দুইটি মরসুমের জন্য হয়তো তাঁকে দলে টানতে চলেছে কেরালা ব্লাস্টার্স। সেইমতো কথাবার্তা ও নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। হয়তো রাহুল কেপির বিকল্প হিসেবেই তাঁকে দলে টানতে চলেছে ম্যানেজমেন্ট। অপরদিকে যতদূর শোনা গিয়েছে, এখনও পর্যন্ত নাকি বিপিনের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি মুম্বাই সিটি।