সার্বিয়ার এই ফরোয়ার্ডের দিকে নজর কেরালা ব্লাস্টার্সের

গতবার আইএসএলের প্লে-অফে উঠে ও শেষ রক্ষা হয়নি। গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা হতাশ করেছিল সমর্থকদের। এখন…

Dejan Georgijevic

গতবার আইএসএলের প্লে-অফে উঠে ও শেষ রক্ষা হয়নি। গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা হতাশ করেছিল সমর্থকদের। এখন সেইসব অতীত। সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের তত্ত্বাবধানে নতুন মরসুমে ঘুরে দাঁড়াতে মরিয়া কেরালা। তাঁর নির্দেশ মেনেই দল গঠনের কাজ শুরু করে ম্যানেজমেন্ট। গত কয়েক সপ্তাহে একের পর এক ফুটবলারদের চূড়ান্ত করেছে দক্ষিণের এই ক্লাব।

এবার তাদের নজর গিয়ে পড়েছে সার্বিয়ান ফরোয়ার্ড দেজান জর্জিজেভিচের (Dejan Georgijevic) দিকে। পূর্বে সার্বিয়ার প্রথম ডিভিশনের ক্লাব ওএফকে বেলগ্রেডের হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি বছর তিরিশের এই ফুটবলার। সেজন্য মরসুম শেষে তাঁকে রিলিজ করে দেয় ক্লাব। বর্তমানে সেই ফরোয়ার্ডকে ভারতে আনতে চাইছে কেরালা ব্লাস্টার্স।

   

বিশেষ সূত্র মারফত খবর, কথাবার্তা ও নাকি এগিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক এগোলে আগামী সপ্তাহের মধ্যেই দেজানের যোগদানের কথা ঘোষনা করবে ক্লাব। উল্লেখ্য, নতুন মরসুমের জন্য এখনো পর্যন্ত দুই বিদেশি ফুটবলারকে সই করিয়েছে কেরালা। যাদের মধ্যে রয়েছেন নোহা সাদাউ এবং আলেকজান্ডার কোয়েফ।

গত বুধবার নিজেদের সোশ্যাল সাইট থেকে কোয়েফের যোগদানের কথা জানিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। দেজান এই স্কোয়াডে আসলে নোহা সাদাউয়ের সাথে অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠবে দলের আপফ্রন্ট।