তিন ম্যাচ পর ফের জয়ের সরণিতে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। জাতীয় বিরতির পর রবিবার সন্ধ্যায় কোচির জওহরলাল স্টেডিয়ামে আইএসএলের নবম ম্যাচ খেলতে নেমেছিল কেরালা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসি। নির্ধারিত সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল দক্ষিণের এই শক্তিশালী ফুটবল ক্লাব। এদিন কেরালা দলের জার্সিতে গোল করেন যথাক্রমে জেসুস জেমিনেজ, নোয়া সাদাউ এবং রাহুল কেপি। আজকের এই ম্যাচে জয়ের সুবাদে ৯ ম্যাচে ১১ পয়েন্ট পেল কেরালা।
বলাবাহুল্য, গত বেঙ্গালুরু ম্যাচ থেকে শুরু করে হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত দলের হতশ্রী পারফরম্যান্স থাকলেও এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল কেরালা দলের ফুটবলারদের। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ওয়েন কোয়েলের ছেলেরা। কিন্তু বারংবার তাঁদের আটকে যেতে হয় হরমিপাম রুইভাদের কাছে। গোলশূন্য ফলাফলে ম্যাচের প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধ থেকে ঘনঘন আক্রমণ করতে শুরু করে আদ্রিয়ান লুনারা। তারপর ৫৬ মিনিটের মাথায় জেসুসের গোলে এগিয়ে যায় মিকেল স্ট্যাহরের ছেলেরা।
তারপর ৭০ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে চেন্নাইয়িন ডিফেন্ডারকে কাটিয়ে বল গোলে ঠেলে যান মরোক্কান তারকা নোয়া সাদাউ। তারপর থেকেই আত্মবিশ্বাস কমতে শুরু করে প্রতিপক্ষ ফুটবল দলের। আসলে ম্যাচের প্রথমার্ধের শুরুতে গোলরক্ষক শচীন সুরেশের দক্ষ হাতে আটকে যেতে হয়েছিল আইএসএল জয়ীদের। তারপর একের পর এক গোল হজম। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা দিচ্ছিল চেন্নাইয়িনকে। দ্বিতীয় গোলের পরেও একবার প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে দূরপাল্লার শট নিয়েছিলেন সাদাউ।
কিন্তু সেটিকে পোস্টে রাখতে পারেনি এই তারকা। অন্যদিকে, একের পর এক আক্রমণ চেন্নাইয়িনের তরফে সংগঠিত হলেও গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়ে গোটা চেন্নাইয়িন দল গোল শোধ করতে উপরে উঠে গেলে সেই সুযোগে বল নিয়ে ফের প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দেন কেরালার ফুটবলাররা। সেখানেই নোয়া সাদাউয়ের অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে যান রাহুল কেপি। যার কোনও জবাব ছিলনা মোহাম্মদ নাওয়াজের কাছে। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে দক্ষিণের ডার্বি জয় করে কেরালা।