India Squad: নজর কেড়েছেন ক্লাবে, এবার জাতীয় শিবিরে ডাক পেলেন এই চার ফুটবলার

খালিদ জামিলের তত্ত্বাবধানে এবার নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে ব্লু-টাইগার্স (India Squad)। সদ্য শেষ হওয়া কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয় করার পর এবার এএফসি…

Danish, Bikas, Vibin, Aimen Called to India Squad

খালিদ জামিলের তত্ত্বাবধানে এবার নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে ব্লু-টাইগার্স (India Squad)। সদ্য শেষ হওয়া কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয় করার পর এবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ভারতীয় ফুটবল দল। এখন দিনকয়েক বিরতি থাকলেও আগামী ২০শে সেপ্টেম্বর থেকেই বেঙ্গালুরুতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি শুরু করবেন খালিদ জামিল। সেইমতো গত রবিবার তিরিশ জন ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

সেখানে ইন্ডিয়ান সুপার লিগের অধিকাংশ দল থেকে খেলোয়াড়দের ডাকা হলেও আপাতত রাখা হয়নি মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়ার ফুটবলারদের। আসলে আগামীকাল থেকেই শুরু হতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্ৰুপ পর্ব। যেখানে নিজেদের ঘরের মাঠে তুর্কমেনিস্তানের শক্তিশালী ফুটবল ক্লাব আহাল এফকের বিরুদ্ধে খেলতে হবে হোসে মোলিনার ছেলেদের। তারপরের দিন অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর ইরাকের ফুটবল ক্লাব তথা আলজাওরার বিপক্ষে খেলবে গোয়া।

   

সবদিক মাথায় রেখেই তাঁদের আপাতত স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও এসিএলের ম্যাচের পর জাতীয় শিবিরে যোগদান করবেন সেই সমস্ত ফুটবলাররা। তবে এসবের মাঝেই যথেষ্ট নজর কাড়ছেন কেরালা ব্লাস্টার্সের চারজন ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন দানিশ ফারুক, বিকাশ ইউমনাম, ভিবিন মোহানন এবং মহম্মদ আইমেন। উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইউমনাম থেকে শুরু করে আইমেনরা। যা ব্যাপক নজর কেড়েছিল সকলের।

Advertisements

তাই সবদিক মাথায় রেখেই এবার সিনিয়র দলের স্কোয়াডে ডাক পেয়েছেন সকলে। এছাড়াও সুযোগ যখনই এসেছে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন দানিশ ফারুক। সম্প্রতি তাঁর ব্রোঞ্জ মেডেল পরিহিত ছবি যথেষ্ট নজর কেড়েছিল সকলের। কেরালা ব্লাস্টার্সের পর এবার ভারতের সিনিয়র ফুটবল দলের হয়ে নিজেদের কতটা মানিয়ে নিতে পারেন বাকি ফুটবলাররা সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।