HomeSports NewsDimitrios Diamantakos: গ্রিসের ফরোয়ার্ড এনে চমক দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স

Dimitrios Diamantakos: গ্রিসের ফরোয়ার্ড এনে চমক দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স

- Advertisement -

দলবদলের বাজারে একেবারে শেষ মুহূর্তে চমকে দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স৷ দক্ষিণের এই আইএসএলের ক্লাব নিতে চলেছে গ্রিসে বিভিন্ন প্রথম সারির ক্লাবে খেলা ফরোয়ার্ড’কে। গ্রিসের বছর ২৯ এর ফরোয়ার্ড Dimitrios Diamantakos – কে দলে নিতে চলেছে কেরালা।

ইতিমধ্যে তার সাথে কথা এগিয়েছে বেশ খানিকটা। গ্রিসে Atromitos Piraeus-এর যুব দলে কেরিয়ার শুরু করা এই ফুটবলার ২০০৯ সালে দেশের বিখ্যাত ক্লাব Olympiacos – এ যোগদান করেন। পরে ২০১২ সালে তিনি লোনে যোগদান করেছিলেন Panionios -এ। এরপরের বছর লোনে Aris ,২০১৩ সালে

   

Ergotelis ক্লাবে যোগদান করার পর নিজেকে একেবারেই আলাদা মার্গে নিয়ে যান,ক্লাবের হয়ে ২৭ ম‍্যাচে ১০ টা গোল করেছিলেন। তার পারফরম্যান্স দেখে ওলিম্পিয়াকোস তাকে দলে ফেরান।প্রথম ম‍্যাচে গোল পেলেও খুব কম ম‍্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন‌,ক্লাবের হয়ে গ্রীক কাপ’ও জেতেন তিনি।গ্রীসের পাশাপাশি জার্মানি,ক্রোয়েশিয়া এবং ইজরায়েলের ক্লাবে খেলেছিলেন এই ফরোয়ার্ড।

ক্লাব কেরিয়ারে ১৯৫ ম‍্যাচ খেলে ৪৮ টা গোল করা এই ফুটবলার’কে দলে তুলে নিতে পারলে তিনি কতোটা কার্যকর ভূমিকা পালন করতে পারে,এখন সেটাই দেখার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular